শিল্প-সংস্কৃতি

কবি সৌম্য সালেকের জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

 

কবি সৌম্য সালেকের আসল নাম আবু ছালেহ মো: আবদুল্লাহ। জন্ম: ২৭ ফেব্রুয়ারি ১৯৮৭, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা গ্রামে মামার বাড়িতে। পৈতৃক নিবাস একই উপজেলার তেতৈয়া গ্রামে। পিতা: মো. নূরুল ইসলাম, মাতা: রৌশন আরা বেগম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থ: আত্মখুনের স্কেচ (প্রকৃতি প্রকাশন, কবিতা-২০১৬); ঊষা ও গামিনি (দেশজ প্রকাশন, কবিতা-২০১৮), পাতাঝরার অর্কেস্ট্রা (সময় প্রকাশন, কবিতা-২০২০) এবং শব্দ চিত্র মত ও মতবাদ (সময় প্রকাশন, প্রবন্ধ- ২০১৯)। সম্পাদিত গ্রন্থ: যাপনে উদযাপনে ইলিশ (যৌথ সম্পাদনা, প্রকৃতি প্রকাশন-২০১৮), প্রত্ননাটক মহাস্থান (বাংলাদেশ শিল্পকলা একাডেমি-২০২০), শত গানে বঙ্গবন্ধু (বাশিএ-২০২০), চিত্রশিল্পে ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র (বাশিএ-২০১৯) এবং অদ্বৈত মল্লবর্মণ গল্পসংগ্রহ (প্রকৃতি প্রকাশন, ১ জানুয়ারি ২০২১)। সম্পাদিত ছোটকাগজ: চাষারু, উছল, শালবন এবং জলপুষ্প। শিল্প-সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ এযাবৎ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন, তার মধ্যে ‘ঊষা ও গামিনি’- কাব্যের পাণ্ডুলিপির জন্য কবিতায় দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭, চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ (মননশীল শাখা) এবং গ্রামীণফোন ৬ষ্ঠ ইলিশ উৎসব সম্মাননা-২০১৪ উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৪তম বার্ষিক সম্মেলনে ‘বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, যা সেখানে উপস্থিত ইতিহাসবিদ ও সুধী-সমাজ কর্তৃক আলোচিত ও প্রশংসিত হয়। সৌম্য সালেক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দপ্তরে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। কবি সৌম্য সালেক-কে জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *