কবিতাবিশেষ সংখ্যা

কবিতা।। বাবুল আনোয়ার।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

দৃশ্যের আড়ালে ১

দৃশ্যের আড়ালে কতশত দৃশ্য
পড়ে থাকে বিবর্ণ বিবরে
প্রণয়ের স্বরলিপি মুগ্ধতার চারুপাঠ
প্রথাসিদ্ধ ভালোবাসা, অমল দহন
কারণে অকারণে লেখা নাম
দৃশ্যের আড়ালে কতশত দৃশ্য
হারিয়ে যায় অবোধ বুননে
কেউ কেউ অকারণে উজ্জ্বল
কেউ কেউ দুর্লভ পরাভবে
জলে জোছনায় মুখ লুকায়
বুকে পোষে অদেখা বিরূপ নির্জনতা
অশোধিত মাতৃগর্ভের ঋণ
কতশত দৃশ্য বিষন্ন আর্তির ছোঁয়ায়
অনুরাগের অন্ধকারে পড়ে থাকে
মুক্ত মাঠে বাতাসের কলস্বরে
সখ্য হয় না উর্বর মৃত্তিকার
মেঘে বৃষ্টিতে প্রাণে বাজে না নিক্কন
দৃশ্যের আড়ালে কতশত দৃশ্য
মৃত নীল আভায় সুদূরের ছবি আঁকে।

শব্দের কোলাহল ২

ঝুলে আছে বিষাদে আরক্ত নক্ষত্র রাত
শিউলির গন্ধে ভেজা উড়াল সকাল
চোখের কোটরে ঝিমানো শুদ্ধতা
করতলে বঙ্গপোসাগরের দোলা
সুন্দরবন অথবা আমাজনের নিষাদ
অন্ধকার উজাড় করে গুচ্ছ গুচ্ছ গান
বৃষ্টির ফোঁটায় দগ্ধ অন্ধ রোদের ঘ্রাণ
কেউ আসে না কাছে অদূরে ফাল্গুনে
না সমুদ্র না অদ্ভূত শব্দের কোলাহল।

স্বপ্নেরা হেঁটে যায় ৩

স্বপ্নরা হেঁটে যায় যে যার মতো
মাখামাখি করে পাশাপাশি ঘুমায়
কষ্টের ঋদ্ধ শৈত্য প্রবাহে
অচেনা আঁধারে ঘণঘোর রাতে
স্বপ্নেরা সমবেত হয়
দূর নক্ষত্রের উজ্জ্বল প্রভায়
পেছনে ফেলে রেখে অমল তৃষ্ণা
মুগ্ধতার মৌণতায় দূরগামী পথে
খুঁজে নেয় সুর ভোরের মাতম
স্বপ্নেরা হেঁটে যায় যে যার মতো।

বিষাদিত জলের ভূভাগ ৪

হলুদ ছায়ার ঘোরে কামোষ্ণ স্মৃতিগুলো
যেন হিমায়িত আড়ং এর পাহাড়
নোনাজলে ভিজে গেছে নিভৃতে
ফোটা কর্পোরেট গোলাপ
জলের কষ্ট নিয়ে নদীর কাছে যাই
নমিত মেঘের দরোজায় নক করি
দাতব্য জনেরা তখন মৃতের সৎকারে ব্যস্ত
পাখিদের ওড়াওড়ি শেষ হয়ে আসে
বাউলের একতারায় মর্মরিত সুর
ভাঙনের পদাবলী পূর্ণ করে কর্ষিত ভুবন
অজরে উজাড়ে বিষাদিত জলের ভূভাগ
আদিগন্ত মগ্ন ঘুমে বিরান শস্যের ভূমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *