কবিতা

জহির খান-এর কবিতা

এমন কিছু কথা বলছি প্রতিনিয়ত

বন্ধু আমার মায়ায় জড়িয়ে থাকো… থাকো
এই হবে বন্ধু আমার পূর্নতা পুজো… প্রার্থনা
কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম আমার
আসো পড়াই পড়ি আমরা অর্ধেক জীবন

কসাই খানায় আঁকি অর্ধেক জীবন ছবি
কাল্পনিক অস্তিত্বের জন্যই অপেক্ষা করি

কথা ছিলো কোন একদিন…
পূর্নিমার আলো চুরি করবো
চুরি করবো ঘাসফুলের গন্ধ
কিছুই হলোনা কিচ্ছুতেই না

বাক্সবন্দি হয়ে মিউজিয়ামে গেলো পূর্নিমার আলো
ঘাসফুলের গন্ধ ছড়িয়ে পড়লো কারো কারো গায়ে

ধুলোর শহরে শুধুই আমি একা

এইযে মেঘ আকাশ জুড়ে আছে
জমে থাক তুমুল হাওয়ার বেগে
একটু আধটু ভালোলাগার ছায়ায়
ধুলোর শহরে শুধুই আমি একা

একটু পরেই বৃষ্টি হবে ঝিরিঝিরি
মাঠের পর মাঠ দৌড় ছাগলছানা
কানামাছি ভোঁ, দৌড়ে গোল্লাছুট

এইযে আমি বর সেজে বসেছিলাম
আষাঢ়-শ্রাবণ বরষার উঠোন জুড়ে
কনের খোঁজে মিছে মিছে গেলো
আমার এক সরষে ইলিশ যৌবন

এখন একটু আধটু টিপটিপ শব্দে
ঘুম ভাঙলে শুধুই আড়াল, দেয়াল

তবু প্রেম আমার খুন হলে পরে
হবে রক্তপাত এই শহরের বুকে

স্বভাবের নাথিং

কৃত্রিম প্রেমেদাগে দিবাগত রাত ভোর কলা
খুচরো আলাপে মেতে স্বজন
খুব করে জাগে জেগে আমি
প্রিয় সব সময়ের ঘোড়া…
তবুও তার স্বভাবের নাথিং
দূরে একদল চুতিয়া উপাস্যদের
মহান হতে হবে
এই হলো ভাব খুব প্রেম আমাদের সময় স্বজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *