কুসুম তাহেরা’র কবিতা
তুমি মেরুনিশীথ প্রতিদিন
এই তুমি মেরু-নিশীথের স্তব্ধ সমুদ্রের গভীরতা
এই তুমি প্রভাতের নদীর মতো প্রতিভাময়
এই তুমি আপন আলোয় উজ্জ্বল উচ্ছলিয়া যাও নিরবধি
এই তুমি আমার হৃদয় ছুঁয়ে যাওয়া হেঁয়ালি সুর
এই তুমি শুধু তুমি আমার তুমি
শান্ত -ধীর-স্থির
মধ্যে সমুদের পরে অনুকূল বাতাসের আনন্দ সুর!
অচিন আকাশ
আমি বহুবার বহুভাবে তোমার অচিন আকাশ ছোঁব বলে ছুটে গিয়েছি রোজ।একশ আকাশ আদিম ইচ্ছে নিয়ে মেঘের কিনারায় চাতক মনকে বিলিয়ে দিয়েছি দূর দুরাশায়!…তুমি আসবে বলে..
যখন দক্ষিণ হাওয়ায় হৃদপিণ্ড দোলখায়,তপ্ত ফাগুনে চিতা হয়..তখন আমি ডাকিনী হয়ে বুকের চিতায় উদাস তোমাকে ঘিরে ধরি!..একটু ছোঁবে বলে..
তোমার চিনি-মাখা মুখ যতনে ভাবি সন্ধ্যারাগে মায়াবী আবেগে
তুমি যাদুকর বয়ে যাও আমার নীল বাতায়নে
ভেঙে-চূড়ে দাও মায়ায় বাঁধো জড়িয়ে রাখো চির-ভ্রমে!
চিরন্তন ভালোবাসা
চিরচেনা এই পৌষের রাতে ডুবে যায় যখন ওই পঞ্চমীর চাঁদ
তোমার সাথেই মরিবার সাধ জাগে প্রিয়তম!
উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা গ্রাস করে আমায়..এই আমাকে!
তবুও প্রেম জাগে..উষ্ণ অনুরাগে..
জীবনের এই ক্ষণস্থায়ী স্রোতে
সোনালী রোদের টেউয়ে ভেসে যাই আমি
তোমাকে ভালোবেসে।