শিল্প-সংস্কৃতি

আজ কবি সবুজ আহামেদ এর জন্মদিন

সবুজ আহমেদ। ১৯৮৩ সালের ১ জানুয়ারি ফেনীজেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নাধীন ৮ নং ওয়ার্ড়, পূর্ব শিলুয়া গ্রামে, বংশীয় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ইব্রাহিম পাটোয়ারী, মাতা আমেনা বেগম। পড়ালেখার পাঠ চুকে ২০০৭ সাল হতে সৌদি আরবে অবস্থানরত। প্রবাসে বসেই মূলত তিনি সাহিত্যচর্চা আর কবিতা লেখছেন নিয়মিত।

১৯৯৩ সালে ছড়া লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্য জগতে পথচলা শুরু। কবিতা লেখার কৌশলও কিশোর কাল থেকে। এখনো দু-হাতে লিখছেন তিনি। ছুটছেন স্রোতের মতো। ২০০৭ অমর একুশে বইমেলা প্রকাশিত তাঁর একক কাব্যগ্রন্থ ‘বিন্দুবাসিনী’। যৌথ কাব্যগ্রন্থ প্রায় বিশটি। কবিতা লেখার পাশাপাশি তিনি গল্পও লেখেন। প্রখ্যাত লেখকদের সমন্বয়ে যৌথ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে দুটি— ‘মিড়িয়ার পেছনের গল্প, নির্বাচিত প্রেমের গল্প’

রয়েছে হামদ ও নাথ লেখা একক এ্যালবাম লাব্বাইক। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও মাসিক ম্যাগাজিনে নিয়মিত প্রকাশ হয় তাঁর নিবন্ধ ও কবিতা। সাহিত্যের পাশাপাশি গানের প্রতিও রয়েছে তাঁর সমান বিচরণ। এর মধ্যে তিনি ‘মিষ্টি মেয়ে’ গানটির গীতিকবি হিসাবে বোদ্ধামহলে দারুণ প্রশংসিত হয়েছেন। বর্তমানে কোম্পানির পেশাগত কর্মের পাশাপাশি তিনি সাংবাদিক হিসেবেও পরিচিত। দৈনিক ফেনীর সময়ে’র সৌদি (রিয়াদ) প্রতিনিধি তিনি। এবং কাব্যশীলন ফোরামের একজন সম্মানিত মেম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *