কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৮ তম জন্মদিন
২২ নভেম্বর ২০২০ রোববার দেশের বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন। তিনি ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোরের নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন।সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।এছাড়াও মাইকেল মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, কলকাতার সব্যসাচী পুরস্কার, কলকাতার সাংস্কৃতিক খবর সম্মাননা,চ্যানেল আই সিটি আনন্দ আলো পুরস্কার, ধারা সাহিত্যআসর স্বর্ণপদক, দক্ষিণ সিটি কর্পোরেশন পুরস্কার, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া সম্মাননা, রাইটার্স ক্লাব ক্যালিফোর্নিয়া সম্মাননা, বাদাম সাহিত্য সম্মাননা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য জার্নালিস্ট এসোসিয়েশন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার লেখা পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত ও প্রকাশিত হচ্ছে।ইংরেজি, হিন্দী, অসমিয়া, উর্দু, আরবি, উজবেক, বসনিয়ান, সুইডিস, গ্রিক, স্প্যানিশ, নাইজেরিয়ান, রোমানিয়ান, ফরাসি, জার্মান, ইতালিয়ান, চিনা সহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত হয়েছে।
প্রদীপ ঘোষের একক কন্ঠে আছে তার ২০টি কবিতার সিডি-আবার একদিন বৃষ্টি হবে। তার নিজের কন্ঠে কবিতা আবৃত্তির তিনটি সিডি রয়েছে। কবিতা, ছড়া, প্রবন্ধ, সাক্ষাৎকার, উপন্যাস মিলিয়ে গ্রন্হের সংখ্যা প্রায় একশত।
তার জন্মদিন ২২ নভেম্বর রোববার ম্যাজিক লণ্ঠন ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে সন্ধ্যায় পরিবাগস্হ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের নির্বাহী প্রধান প্রফেসর ডা. এম এ রশীদ। প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক ফোকলোরবিদ প্রফেসর শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, সাবেক সাংসদ কবি কাজী রোজী প্রমুখ।
এ উপলক্ষ্যে ভার্চুয়াল মিডিয়া প্যারিসের জানালা, আমেরিকার কফি ও কবিতা, কানাডার শিল্পের জানালা, ইতালিয়ান চ্যানেল প্রবাহ, বাংলাদেশের স্বরলিপিসহ অনেক অনুষ্ঠান আয়োজিত হবে।
এছাড়াও পৃথিবীর নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিক শিল্পীরা ভিডিও বার্তায় শুভেচ্ছা দিয়েছেন।
জন্মদিন উপলক্ষ্যে নিজ জেলা যশোর, খুলনা, সাতক্ষিরা, রাজশাহী, সিলেট, দিনাজপুর, পাবনা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জলায় ভার্চুয়াল অনুুষ্ঠানের আয়োজন আছে।
অনুষ্ঠানে কবির কবিতা থেকে পাঠ, কবির লেখা কবিতার গানে অংশ নেবেন বিখ্যাত শিল্পীগণ।
অনুষ্ঠানে একটি সুদৃশ্য সুভ্যেনির প্রকাশিত হবে।
রেজাউদ্দিন স্টালিন। পিতা-শেখ বোরহানউদ্দিন আহমেদ।মাতা-রেবেকা সুলতানা।জন্মস্হান-যশোর। গ্রাম-নলভাঙা। অর্থনীতিতে স্নাতক সম্মান। রাষ্টবিজ্ঞানে এম এ। নজরুল ইন্সটিটিউটের সাবেক উপ পরিচালক। কৈশরেই লেখালেখি শুরু। ১৯৭০সালে যশোর থেকে প্রকাশিত শতদল পত্রিকায় প্রথম ‘শপথ’ নামে কবিতা প্রকাশ।মোট গ্রন্হ১০১। কাব্যগ্রন্হ ৬৫।উল্লেখ্যোগ্য-ফিরিনি অবাধ্য আমি। ভেঙে আনো ভেতরে অন্তরে। সেইসব ছদ্মবেশ। আঙুলের জন দ্বৈরথ। হিংস্র নৈশভোজ। ভাঙা দালানের স্বরলিপি।সবজন্মে শত্রু ছিলো যে। জ্যামিতি বাক্সের গল্প।তদন্তরিপোর্ট। অবুঝ যাদুঘর। প্রতিবিদ্যা।
ছড়াগ্রন্থ -হা্ঁটতে থাকো। শৈশব। চিরশিশু।
গদ্য বই-রবীন্দ্রনাথ আরোগ্য। নজরুলের আত্ম নৈরাত্ম। নির্বাসিত তারুণ্য। কাঠ কয়লায় লেখা।
কবিতা অনূদিত হয়েছে-ইংরেজি। হিন্দী। উর্দু।হিন্দী। উড়িয়া। স্পেনিশ।গ্রিক। রোমানিয়ান।ফরাসী। জাপানি। নেপালি। সুইডিশ। রুশ সহ২১টি ভাষায়।
ভিডিও সিডি১০টা। আবৃত্তিএ্যালবাম-৬টা। প্রদীপ ঘোষের কন্ঠে আবৃত্তি এ্যালবাম-আবার একদিন বৃষ্টি হবে।
পুরস্কার-বাংলাএকাডেমি। মাইকেল মধুসূদন পুরস্কার। দার্জিলিং নাট্যচক্র
পুরস্কার। ভারতের সব্যসাচী পুরস্কার। পশ্চিমবঙ্গের সেন্টার ফর স্টেজ সম্মাননা।সিটি আনন্দ আলো পুরস্কার। খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার। ধারা সাহিত্য আসর পুরস্কার। তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা। লসএঞ্জেলস বাদাম সম্মাননা। লসএন্জেলস রাইটার্স ক্লাব সম্মাননা। ইংল্যান্ড জার্নালিস্ট এসোসিয়েশন সম্মাননা।
সম্পাদিত পত্রিকা- রৌদ্রদিন।পদাবলি।
মঞ্চ ও টিভি উপস্হাপক।
ভ্রমণ -ভারত। নেপাল। দুবাই। আমেরিকা। ইংল্যান্ড। চীন।