দুফোঁটা হলেও পানি ঢেলে শান্ত করি হৃদয়
ইস্তফা
কী লিখবো আজ; কার জন্য ভরাবো প্রিয় ডায়েরির প্রত্যেকটি পাতা? পাতাগুলো না হয় থেকে গেলো পরিচয় নিয়ে নিজেদের। বর্ণগুলো না হয় কথা হয়ে অনর্গল ঝরে পড়লো নিজের কাছে। নিজের কথাগুলো নিজেকে বলেই তো কাটানো যায় সময়। তোমরা যে ব্যস্ত লাশের মিছিলে; অন্যের অধিকার চিবিয়ে খেতে তোমরা যে ভালোবাসো খুব। তোমাদের দেখে তালি বাজালো পুরোনো শয়তান- পৃথিবী সমানও হলো মানুষের হাহাকার। তোমাদের লাশের মিছিলে আজ আমিও যে লাশ হতে চাই; আমিও যে চাই তোমাদের মতো করে আমাকে তোমরা চিবিয়ে চিবিয়ে খাও। ।
অভেদী অস্তিত্বের বয়ান
যেখানে তুমি খোঁজ; আমি তো সেখানে নাই মহাকাশ থেকে মহাকাশে হাজার হাজার আলোকবর্ষ দূরে আছি তোমার কল্পনা এখনও যেখানে পা রাখে নাই।। পরিষ্কার করো হৃদয়, প্রেমের প্রত্যাশী হয়ে ওঠো হৃদয়ের সে রূপ হৃদয় দিয়ে দেখো একাল-ওকাল নয়; কাল থেকে কালে অনাদি, অসীম, অনন্তকালের পরেও আমাদের মাঝে তো কোন ভেদের খেলা নাই!
১২.০৭.২০২০
বোবা কথন
আমি কিন্তু বলতে পারি- দুর্নীতিবাজ সবকটা কুত্তার বাচ্চাকে আইনের আওতায় আনা হোক; আমি কিন্তু বলতে পারি- সবকটা দালাল, সবকটা রাষ্ট্রদ্রোহীকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে মারো; আমি কিন্তু বলতে পারি- সবকটা রেপিস্টকে লাইনে দাঁড় করিয়ে পাথরের আঘাতে থেতলে দাও তাদের অন্ডকোষ; আমি কিন্তু বলতে পারি- সবকটা নেতাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাও- যারা শাসনের নামে শোষণ করেছে ছিনিয়ে নিয়েছে জনগণের সম্পদ, এবং অধিকার।। আমি তো আরও অনেক কিছুই বলতে পারি; আমি কিন্তু কিছুই বলি নাই- ০৭.০৮.২০২০
শরীরের বন্দিত্ব
যেদিন বলেছিলে- এই তো চলে আসছি সব ছেঁড়ে-ছুড়ে; তোমার বাড়িতে সেদিন চলছিলো বিয়ের উৎসব। আমিও নীরবে ঠায় দাঁড়িয়ে তোমার বেনারসি সাজ দেখেছি; সাহস হয় নি যে একটু কাছে যাই, দুটো কথা বলি, দুফোঁটা হলেও পানি ঢেলে শান্ত করি হৃদয়! বন্দিত্বের বেড়াজালে আজ আটকে পড়া দুজনার শরীর; মনের খবর যে পৃথিবী রাখে না প্রিয়, এ খবর যে কেবলই দুজনার।
১৩.০৭.২০২০.ইং.
এসো তবে খেলি
জীবনের মুহূর্তগুলো ফ্রেম বন্দি করে বিক্রি করতে চেয়েছি বহুবার; অভাবের তাড়না তো মানিক বুঝেছে রক্ত-মাংসের সাথে, নিদারুন মানসিকতায়। মানিক ভুলেছিলো সব জগতে শিল্পী হবার ত্যাগে- তোমরা তো ভুলে যেতে পারো না কষ্ট সবার, না পাওয়ার বেদনা সমেত।। আমাকে অনুমতি দেয়া হলো না; অভিযোগ? নাহ, সে অভ্যাস আমি প্রকাশ করি নি কখনও; মজুদ রেখেছি সব,- অধিকারের বাইরে যায় নি তা এখনও।। আমারও তো ত্যাগ ছিলো, আছে ভালোবাসা বাগানে বাগান।। উপহার প্রাপ্তির প্রত্যাশা তো করতেই পারি এখন।। তোমরা শুধু ইন্দ্রিয়গুলো সচল করো নিজের।।
২৬.০৭.২০২০