সুমাইয়া সুমি’র ছড়া
মন্টি ছন্টির খুনসুটি
সারাবেলা লেগে আছে
মন্টি এবং ছন্টি,
বিনে কথায় ঝুট বাঁধিয়ে
বাজায় ওরা ঘণ্টি।
হেঁড়ে গলা ছেড়ে দিয়ে
মন্টি গাবে গান,
ছন্টি আবার তেড়ে এসে
ধরবে দুটো কান।
মন্টি যদি বলে বামে
ছন্টি চলে ডানে,
দুজনারই দু’মত বাপু
তা আছে সবখানে।
মন্টির জয়ে হেসে তবু
ছন্টি খুশি প্রতিক্ষণ,
বাবা মায়ের খুব আদুরে
ছোট্ট দুটো ভাইবোন ।
মা দিয়েছে গালি
বাঘ মামা, ও বাঘ মামাজি
যাচ্ছো তুমি কোথায়?
মনটা আমার ভীষণ খারাপ
নাও না সাথে আমায়!
যাচ্ছি আমি বহুদূরে
সাত-বন হবো পার,
কেন খোকার মনটা খারাপ
শুনি তো একবার !
মা দিয়েছে বকা আমায়
মা দিয়েছে গালি ,
খ্যাপে গেছি ভীষণ আমি
কথা বলায় আঁড়ি!
ভাগ্নে আমার মান করেছে
যাও ফিরে বাপ ঘরে,
মা যে তোমার পথের পানে
নেবে আপন করে!
ফিরে আয় পাখি
চলে গেলি আমায় ছেড়ে
ঝরিয়ে দুই আঁখি ,
কেমনে থাকি তোরে ছাড়া
বুঝলি না তুই পাখি।
খুব যতনেই পুষেছিলাম
করেও কতো আদর ,
চলে গেলি আমায় ছেড়ে
বুঝলি না তুই কদর।
তোরই আশায় পথ চেয়ে রই
দিন কাটানো দায়,
পাখি ফিরে আয় চলে আয়
মনের ঠিকানায়।