শিল্প-সংস্কৃতি

৭ সেপ্টেম্বর লেখক বিপাশা চক্রবর্তীর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা।

বিপাশা চক্রবর্তীর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা।

বিজ্ঞান লেখক, অনুবাদক বিপাশা চক্রবর্তীর জন্মদিন ৭ সেপ্টেম্বর বিপাশা ১৯৮৭ সালের ৭ সেপ্টেম্বর নারায়ণঞ্জে জন্মগ্রহণ করেন। বরিশাল সরকারী বিএম কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স করেছেন। ২০০৬ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞান পত্রিকাসহ সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সামাজিক মিথস্ক্রিয়া বিষয়ে নিয়মিত লিখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আর্টস বিভাগের শিল্প-সাহিত্য বিষয়ক তাঁর লেখাগুলো সর্ব মহলে দৃষ্টি কেড়েছে।

এক সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট কমুনিকেশন-এ খন্ডকালীন গবেষক হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন চ্যানেলেও যুক্ত ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: অন্য আলোয় ভিন্ন চোখে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কয়ড়া গ্রামে বুনো হাতি (ইংরেজি অনুবাদ), খ্যাতিমান নারীদের জীবনী। তাঁর স্বামী আসাদ মিরনেরও দু’টি বই প্রকাশ পেয়েছে। তারা তাদের দুই সন্তান নিস্বর্গ-নিবিড়কে নিয়ে খুলনায় বসবাস করছেন।

One thought on “৭ সেপ্টেম্বর লেখক বিপাশা চক্রবর্তীর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা।

  • নুরুল ইসলাম

    শুভ জনি দিন ।স্বামী সংসার বাচ্চাদের নিয়ে নিরাপদ জীবন যাপন করুন।
    বছরের এই বিশেষ দিনে আমার দোয়া।
    জীবন নির্ভর লেখা আরো জীবন ঘনিষ্ঠ হোক।।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *