কবিতা

গুচ্ছ কবিতা বাশার মাহফুজ

পাখি

পাখি নখ দিয়ে আকাশ ছিঁড়ছিলো।আকাশ একটা রক্তজবা ফুল।দৃষ্টিতে মাখছিলো সুন্দর।

এ ভাবে পাখাটা তার- দুনিয়া সমান।ক্ষুধার্ত চোখে খেয়ে ফেলবে মেঘের ঘ্রাণ।দিন আর রাতের শরীর
ভাবনার মতো সুস্বাদু ভ্রমণ।

ইচ্ছের সমান বয়স নিয়ে যৌবন তাকে বারবার স্যালুট করে
মৃত্যুকে তাড়িয়ে-পৌঁছে দেই মৃতের পাড়ায়
গান নিয়ে-সমুদ্র তুলে আনে আকাশে!

শুকিয়ে আসা এই নদী -সমুদ্র খোঁজে

পোশাক খুলে ঘুম দাঁড়িয়ে আছে।
দীর্ঘ হতে-হতে রাত বড় হচ্ছে -বানের জলের মতো।
পঁচন ধরা পৃথিবীর ফুসফুস পুড়ছে।জানিনা এ সময় কত দীর্ঘ
হাঁটছি- হাঁটতেই আছি সূর্যকে ছুঁয়ে দেখবো বলে!

ঘুম নিয়ে চলে যাও জীবন-মৃত্যু পায়ে হেঁটে আসে।
খুব কাছাকাছি ঘুমায়!অপরাজিতা ফুলের মতো ফুটে থাকে প্রেম।
হাত বাড়াই মুঠো-মুঠো জীবন উঠে আসে বৃষ্টি ফোঁটায়।

আগুন নিয়ে খেলছে দেয়াশলাই।ঠোঁট গিলে খায় সিগারেট
প্রতিটি সুখটানে- মরুময় পৃথিবী।
শুকিয়ে আসা এই নদী -সমুদ্র খোঁজে।শিল্পিত ঢেউ নিয়ে মৃত্যু গলা জড়ায়
ফুটে উঠে কপালের টিপ।নাকের ঘাসফুল!

সে চরে বেড়াচ্ছে

ভেতরে বড় হচ্ছে আকাশ।বড় হচ্ছে মেঘ।বড় হচ্ছে চাঁদ
বড় হতে-হতে পাহাড় জুড়ে নিচ্ছে পৃথিবী
সমুদ্র উঠে আসছে দরজায়
অথচ সারাটা জীবন সব কিছু ছোটই করে রেখেছো।

জীবন নিয়ে তুমি লুকাতে চাচ্ছো বনে
লুকাতে চাচ্ছো স্বপ্নকে ভাজ করে
অথচ মৃত্যু তোমাকে তাড়া করছে রোজ।
মৃত্যুর সাথে যদিও তোমার বারবার দেখা হয়ে যায়
তবু তুমি তাকে হাত নাড়াচ্ছো। বিদায় জানাচ্ছো।

ভেতরের পশুটাকে ছেড়ে দিচ্ছো মাঠে
সে চরে বেড়াচ্ছে
তার সাথে দেখা হচ্ছে-খুবলে দেওয়া হাতের
জখম করা চোখের।হৃদপিন্ড উপড়ে নেওয়া বডির
রক্ত চুষে নেওয়া মানুষটার!

One thought on “গুচ্ছ কবিতা বাশার মাহফুজ

  • ইমামুল

    খুব সুন্দর ভাইয়া

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *