শিল্প-সংস্কৃতি

আজ কবি ফারুক সুমন এর জন্মদিন কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা

নির্জন প্রান্তিকে

তোমরা যারা কবিতা লেখো
অথবা শব্দ কারিগর
আমাকেও ডেকে নিও
চিনিয়ে দিও কবিতাঘর
আমার কোনো দশক নেই
জনহীন প্রান্তিকে-
আমি এক দলছুট কবুতর।

উঠে এসেছি হামাগুড়ি দিয়ে
কনুইয়ে কাদার দাগ
হাঁটুর বাটিতে কালো মতো কড়া
আমি তবে কোন দশকে যাবো?
সত্তর, আশি, নব্বই?
না, তাও নয়। তবে শুন্য!
এভাবেই দশক বিচ্ছিন্ন হয়ে
ভেসে বেড়াই মহাশূন্যে
অবর্ণনীয় বর্ণমালায় বিবৃত জন্মবৃত্তান্ত।

হে কবিতাদেবী! দশক চাইনা
কবিতার দান দাও; দাও অমরতা
দাও বিমূর্ত মিনারের শুভ্র অবয়ব।

রক্তদাগ

সঙ্গ পেলে ভঙ্গ হয় নিমগ্ন ধ্যান
বহুদিন আগে রাগ-অনুরাগে
বৃন্তচ্যুত ফলের মোহে
নিভে গেছে দীপ, মুছে গেছে দাগ
তারপর তাপিত প্রান্তরে হেঁটে হেঁটে
মানুষ হয়ে যায় করাতের দাঁত।

বিদায় বিষণ্ণতা মোলায়েম ফুল

দিনান্তের খোঁজে নিত্যই শুরু হয় দিন-
আনারস ফুলের আশায় উন্মুখ মন
কিন্তু না ফোঁটা ফুলের হতাশায়-
আছড়ে পড়ে রাজ্যের ঢেউ
ভাঙে চাক চাক মাটি
তলিয়ে যায় অপেক্ষার নাও।

দিনগুলো গত হয় অবনত মনের হরিণ-
খসে পড়ে উপকেশ
কোথাও নেই মিটিমিটি আলোঘর।

গোরের নীরবতায় স্তম্ভিত একাহারী
এই বলে চলে যায়-
বিদায় বিষণ্ণতা মোলায়েম ফুল
বাতাসে কামের আভাস বাকী সব ভুল।

কবি ফারুক সুমন এর পরিচিতি
(কবি ও প্রাবন্ধিক)

জন্ম ১ মার্চ ১৯৮৫। জন্মস্থানঃ শিবপুর, শাহরাস্তি, চাঁদপুর। স্থানীয় দেয়ালিকায় লেখালেখির হাতেখড়ি। ছাত্রাবস্থায় যৌথ সম্পাদনায় প্রকাশ করেন সাহিত্যসংশি­ষ্ট ছোট কাগজ ‘অক্ষৌহিণী’। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পাঠচক্র ‘কালবোধন’ এর সংগঠক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যথাক্রমে অনার্স (২০০৫) ও মাস্টার্স (২০০৬) প্রথম শ্রেণি এবং উচ্চতর এম. ফিল. (২০১৪) ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার প্রতি দুর্নিবার আকর্ষণ থাকলেও মননশীল গবেষণার প্রতি তিনি সমান আগ্রহী। ‘শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ’ শীর্ষক গ্রন্থের জন্য তিনি ‘উপমা-খোলাচিঠি সম্মাননা- ২০১৬’ লাভ করেন। এছাড়া একাডেমিক কৃতিত্বের জন্য ২০০৬ সালে ‘নিপ্পন ফাউন্ডেশন অব জাপান’ থেকে শিক্ষাবৃত্তি লাভ করেন।

‘বিশ্ব সাহিত্য কেন্দ্র’-এ ইউনিট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তাঁর পেশাগত জীবন শুর“ হলেও শিক্ষকতাই তার আসল ব্রত। বর্তমানে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ’ (সাবেক নাম বাংলাদেশ রাইফেলস কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা)- এ বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
‘শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ ‘ (গবেষণাগ্রন্থ- ২০১৫)।

‘অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে’ (কাব্যগ্রন্থ- ২০১৭)

‘আঙুলের ডগায় সূর্যোদয়’ (কাব্যগ্রন্থ- ২০১৮)

‘শিল্পের করতালি’ (প্রবন্ধগ্রন্থ- ২০১৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *