কাব্যশীলন সংবাদ

দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা পাচ্ছেন ইসরাফিল আলম

সাহিত্যের ছোটকাগজ দাগ আয়োজিত ‘দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা’ পাচ্ছেন সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হবে। আগামীকাল (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভিআইপি হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মো. ইসরাফিল আলম নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য। তার জন্ম ১৯৬৬ সালের ১৩ মার্চ। তিনি ২০১৪ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় ব্যবসায়ী মো. ইসরাফিল আলম ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পাশাপাশি তিনি সাহিত্যের ছোটকাগজ ‘রবীন্দ্র জার্নাল’ সম্পাদনা করছেন। এছাড়া ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’, ‘১০০ কবির কবিতায় বঙ্গবন্ধু’, ‘১০০ কবির কবিতায় চেতনায় জয় বাংলা’, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবির কবিতা’ এবং ‘রাজনৈতিক কবিতা’ সম্পাদনা করেন।

অনুষ্ঠানে ৭ গুণী ব্যক্তিকে ‘দাগ সাহিত্য পুরস্কার ২০১৮’ প্রদান করা হবে। সবশেষে অবক্ষয়ের বিরুদ্ধে বাংলাদেশের ৭১ জন কবি কবিতা পাঠ করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। কবিতা পড়তে আগ্রহীরা অনুষ্ঠানস্থলে নাম নিবন্ধন করতে পারবেন।

আয়োজক মিজানুর রহমান বেলাল বলেন, ‘মো. ইসরাফিল আলম এমপিকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তিনি রাজনীতির পাশাপাশি তিনি সংগীতচর্চা, সাহিত্যচর্চা, সম্পাদনা, গবেষণা ও নাট্যচর্চা করে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়া যারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন তারাও এ সময়ের আলোচিত গুণীজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *