ছড়া

তিনটি বৃষ্টির পদ্য।। মামুন সারওয়ার

এক. বৃষ্টি রাতের ছড়া

রাতে চাঁদ উঠেছে ফুটে
তারা বলছে কথা ছুটে।
তখন আসলো জোরে হাওয়া
বাহির হয়নি আসা যাওয়া।

একলা ঘরে ছিলো খোকা
খাতায় করছে লেখা জোকা।
তখন বাদ্যি বাজে মেঘে
আহা বৃষ্টি এলো রেগে।

গরু হাম্বা রবে ডাকে
নুপুর বাজছে সবুজ শাখে।
নড়লো ভীষণ জোরে বেড়া
মায়ের হয়নি ঘরে ফেরা।

বৃষ্টি- এমন রাতের ছবি
লিখছে উদাস বাউল কবি।

দুই. টাপুর টুপুর

ঝিরি হাওয়া মেঘলা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
নড়ছে বনে সবুজ পাতা
উঠলো কেঁপে দাদুর ছাতা
পড়লো ফোটা কদম ফুলে
বলছে কথা মনটা খুলে
শ্বেতবলাকা যাচ্ছে উড়ে
অনেক দূরে আকাশ জুড়ে
দুবলা মাঠে দুষ্টু ছেলে
কানামাছি যাচ্ছে খেলে
টাপুর টুপুর বৃষ্টি শেষে
উঠলো হঠাৎ সূর্য হেসে।

নয়নভরা ছবি দেখে
উদাস কবি পদ্য লেখে।

তিন. বৃষ্টির গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পায়রা ডাকে খোপে,
ভিজছে বসে দোয়েলপাখি
বেতসলতার ঝোপে।

তালের গাছে বাবুইপাখি
করছে শুধুই ডাকাডাকি
টুনটুনিটা ফুড়ুৎ ফুড়ুৎ
বেগুনডালে উড়ে-
বাচ্চাদুটো আগলে ধরে
রাখছে বাসা জুড়ে।

কানিবকে বোকা সেজে
কামড়ে ধরে পুঁটির লেজে
চাপুরচুপুর খেয়ে-
হলদে পায়ে যাচ্ছে হেঁটে
বৃষ্টিরই গান গেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *