ছড়া

নূরুল ইসলাম মনি’র তিনটি ছড়া

মিষ্টি সকাল

মিষ্টি ঘুমে স্বপ্ন দেখে
রাত হয়েছে গত,
রোদ উঠেছে কাঁচা কাঁচা
হলদে সোনার মত।

গাছ ভরেছে শিউলি ফুলে
মন ভরেছে ঘ্রাণে,
বইছে কেমন খুশির জোয়ার
আমার কোমল প্রাণে।

স্নান করেছে শিশির দিয়ে
সবুজ ধানের পাতা,
আমার চোখে লাগছে কেমন
বলতে পারিনা তা।

গান ধরেছে ছোট্ট পাখি
গন্ধরাজের ডালে,
বইছে বাতাস, সবুজ পাতা
দোলছে তালে তালে।

স্বপ্ন মধুর এমন সকাল
সব সময়ই আসে,
প্রাণটা আমার,মনটা আমার
সুখ সাগরে ভাসে।

হলুদ হলুদ ফুল ধরেছে

হলুদ হলুদ ফুল ধরেছে
একাশিয়া গাছে,
সূর্যমুখী হার মেনেছে
এই হলুদের কাছে।

ফুল যেন নয় রঙের ডালি
হলদে কাঁচা সোনা,
দুলছে ডালে পাতায় পাতায়
যায়না মুখে গুনা।

মনটা আমার রাঙিয়ে দেয়
এমন হলুদ ফুলে,
আমার যতো দুঃখ ব্যথা
সব কিছু যাই ভুলে।

তৃপ্ত আমি একাশিয়ার
ফুলকে ভালোবেসে,
এফুল গুলো ফোটায় শুধু
হেমন্তকাল এসে।

নাতনি আমার

নাতনি আমার দূরন্ত খুব রোজ সকালে উঠে,
বাপ মা ছেড়ে আমার ঘরে এপাশ ওপাশ ছুটে
দাদু দাদু বলে আমার বালিশ ধরে টানে,
কত্তো ভালো লাগে তখন হৃদয় শুধু জানে।

বসলে আমি নাতনি এসে পিঠের উপর চড়ে,
খিলখিলিয়ে হেসে হেসে জড়িয়ে আমায় ধরে।
লেখার সময় কলম টানে ছিঁড়ে কাগজ, খাতা,
মুখ ভরে সে কামড়ে ধরে আমার বইয়ের পাতা।

খাইতে গেলে উল্টে ফেলে কলসি ভরা পানি,
দুহাত দিয়ে টানতে থাকে ডালের বাটি খানি।
থালের ভিতর হাত ঢুকিয়ে খামচে ধরে ভাতে,
আমার মুখে ভাত তুলে দেয় ছোট্ট সোনার হাতে।

আরও কতো কান্ড করে যায়না মুখে বলা,
নাতনি ছাড়া একটা দিনও হয়না আমার চলা।
নাতনি টাকে ভালোবাসি অন্য সবার চেয়ে,
তাই তো আমার দিনটা কাটে আনন্দে গান গেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *