গুচ্ছ ছড়া // তোফায়েল হোসেন
আমাদের দেশ/২২
আমাদের দেশটাকে
বড় ভালোবাসি,
সোনামোড়া ইতিহাস
আছে রাশিরাশি।
জীবনের বিনিময়ে
রেখে দেবো মান,
আমাদের দেশখানি
মায়েরই সমান।।
প্রজাপতি/৪০
প্রজাপতি প্রজাপতি
উড়ছো কেনো ভাই?
একটু সময় বসো পাশে
ছুঁয়ে দিতে চাই।
রঙিন পাখা ছুঁয়ে দেবো
পাগুলোকে ধুয়ে দেবো
অনেক ভালোবাসা দেবো
বন্ধু হবে তাই।।
মৌমাছি/৪১
ফুলে ফুলে মৌমাছি
করে গুণগুণ,
ফুল বলে মধু খেয়ে
বল্ গুণাগুণ।
হেসে বলে মৌমাছি
করছি তো তাই,
চেয়ে দেখো এক সাথে
আছি সাত ভাই।
ফুল বলে প্রতিদিনই
এসো সাত ভাই,
সবে মিলে হাসিখুশি
জীবন কাটাই।।