শরৎ গুচ্ছ ছড়া // রোজিনা তাসমিন
শরৎ–এক
শাপলা ফোটা ঝিলের জলে
শান্ত আকাশ ঘুম
তাল পাকা ঐ হলুদ রঙে
পিঠা খাওয়ার ধুম।
খুকুর আঁচল ভরা ফুলে
শিউলি ঝরা দিন
বেদের মেয়ের মাথায় ঝাঁপি
হাতে সাপের বীণ।
শরৎ এলো শরৎ এলো
মনের দুয়ার খোল
কাশের বনে ভোরের বাতাস
দিচ্ছে প্রবল দোল।
শরৎ–দুই
শরৎ এলো শিশির পায়ে
ভোর সকালে ওই
রাতের আকাশ ভরা থাকে
তারা ফোটা খই।
পুকুর পাড়ে ঝোপের ধারে
জোনাক জ্বলে রয়
বাঁশের ঝাড়ে ঝিঁঝিঁ পোকা
সুরে কথা কয়।
দূর আকাশের পূর্ণিমা চাঁদ
মনকে টানে খুব
দিঘির জলে খেলার ছলে
চাঁদটা দেয়’রে ডুব।
শরৎ–তিন
শরৎ এলো ধানের মাঠে
সবুজ সবুজ দোল
ফিঙ্গে এবং দোয়েল মিলে
জুড়ে বিরাট গোল।
গরুর পিঠে শালিক ঘুমায়
পাতার বাঁশির সুর
রাখাল বালক হেটে চলে
অনেক অনেক দূর।
সন্ধ্যা বেলায় ঝিঙের মাচায়
হলুদ রঙের ফুল
রাখাল ছেলে ঘরে ফিরে
মাথায় ঝাঁকড়া চুল।