গুচ্ছ ছড়া বাসুদেব খাস্তগীর
বৃষ্টি
বৃষ্টি পড়ে টিনের চালে
রুমঝুমাঝুম ছন্দতালে
বাধ মানে না বৃষ্টি
একি অনাসৃষ্টি।
বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা
উঠছে কেঁপে পাতার বোঁটা
বৃষ্টি পড়ে সুরে
সারা উঠোন জুড়ে।
দাদু
দাদুর আছে চশমা চোখে
হাতে দারুণ লাঠি
মাথায় আছে সাদা টুপি
করছে হাঁটাহাঁটি।
ছোঁ মেরে তার টুপি নিলো
একটা বড় কাক
হঠাৎ দেখি দাদুর মাথায়
মস্ত বড় টাক।
ময়না
বাজার থেকে ছোট্ট মামা
আনলো কিনে ময়না
গোমড়া মুখে ময়না খাঁচায়
একটু কথা কয় না।
খোকন বলে ‘বলো কথা
আর তো দেরি সয়না
হঠাৎ বলে ময়না পাখি
‘দাও না গলায় গয়না।’
পাখি
পাখির মত থাকলে পাখা
যেতাম চাঁদের দেশে
মানুষতো নয় যেতাম আমি
ঠিক পাখিটির বেশে।
ইচ্ছে করে দেখতে বুড়ি
কেমনে সুতো কাটে।
কেমন করে চাঁদের বুড়ি
থরথরিয়ে হাঁটে।