মোঃ ইউনুস আলীর গুচ্ছ ছড়া
৭ই মার্চের ভাষণ
সাদামাটা ভাষণ তো না
এই ভাষণে ঝাঁজ ছিলো,
এই ভাষণটা দেশ-জনতার
বুকের ভেতর বাজছিলো।
এই ভাষণে বীর জনতা
রণসাজে সাজছিলো,
এবং এতে স্বৈরাচারী
আয়ূবশাহীর লাজ ছিলো।
এই ভাষণে দেশ-জনতা
রাগে-ক্ষোভে কাঁপছিলো,
পূর্ব বাংলায় জন্ম নেয়া
কী এত যে পাপ ছিলো?
অহংকারী টিক্কা খানের
ঐটা বুঝা ‘টাফ’ ছিলো,
মুজিব নিজের বিবেক দ্বারা
তাদের হিংসা মাপছিলো।
মনে মনে তাই মুজিবে
স্বাধীন স্বদেশ আঁকছিলো
তারই প্রতিফলন স্বরূপ
৭ই মার্চের ডাক ছিলো।
শীত সকালে
শীত সকালে উঠোন মাঝে
বসে ভাবি একা,
শিশির ঢেকে সুয্যিমামা
কখন দিবে দেখা!
শিশির ঢেকে আসলে মামা
উঠবে গেয়ে টিয়া,
খেলবো সবাই মনের সুখে
পুতুল কোলে নিয়া।
সুয্যিমামা সুয্যিমামা
একটুখানি আসো,
শিশিরকণা পালাক দূরে
হাসুক সবুজ ঘাসও।
ভালোবাসা নিখোঁজ
ভালোবাসা কই আছে,
তা কোথায় গেলে মিলে?
হিংসা নামক দৈত্য বুঝি
সব খেয়েছে গিলে!
সভ্যতার এই স্বর্ণযুগে
‘ভালোবাসা’ নিখোঁজ!
শান্তিপ্রিয় মানুষগুলা
করছে ওটার কি খোঁজ!!
খোঁজলে শুধু মিলবে না
তা স্বার্থ ছেড়ে আগান,
সবার ভেতর তৈরী করুন
ভালোবাসার বাগান।