ছড়া

ইমতিয়াজ সুলতান ইমরান এর গুচ্ছ ছড়া

ও জোনাকি

ও জোনাকি

ও জোনাকি

ডাকি তোমায় যায় শোনা কি?

সাঁঝের বেলায় নেবুর তলে

তোমার হাতে আলো জ্বলে।

দিনে কোথায় থাকো বলো

সন্ধ্যা হলে আসো তুমি

আঁধার ঘরে আলো দিতে

কত ভালোবাসো তুমি!

তোমার বাড়ি রাতের বেলায়

দল বেঁধে সব ঝিঁঝিঁ ডাকে

ওরাও কি দিনের বেলায়

তোমার সাথে বিজি থাকে?

ও জোনাকি রাতের বাতি?

হও কি তুমি তারার সাথি?

আকাশপথে দাও কি পাড়ি

যাও কি তুমি চাঁদের বাড়ি?

যাও কি তুমি তারার মেলায়

চড়ে বেড়াও মেঘের ভেলায়?

আমায় তোমার সাথে নেবে?

একটা আলোর প্রদীপ দেবে?

আলোর প্রদীপ হাতে নিয়ে

চাই যে তোমার সাথি হতে

তোমার মতো আমিও চাই

আঁধার ঘরের বাতি হতে।

ছড়া হয়ে ছুটবো আমি

ছড়া হয়ে ছুটবো আমি

ছন্দকথার তাল হয়ে

মাঠের পরে মাঠ পেরিয়ে

খেতের সরু আল হয়ে।

ছুটবো আমি আকাশপানে

ছড়া ভালো উড়তে জানে

মেঘের ভেলায় পাল হয়ে

ছড়া হয়ে ছুটবো আমি

নদীনালা খাল হয়ে।

ছড়া যাবে চাঁদের দেশে

বলবে কথা মধুর হেসে

ঘুরবে ছড়া বীরের বেশে

তীর তলোয়ার ঢাল হয়ে।

ছড়া হয়ে ছুটবো আমি

নয়নের ঘুম টুটবো আমি

সূর্য হয়ে উঠবো আমি

সকালবেলায় লাল হয়ে

জ্ঞানে জীবন ভরে দিতে

সকাল বিকাল বইছি আমি

বইয়ের ভারী বোঝা

বইয়ের বোঝায় নুইয়ে আমি

কী করে হই সোজা?

কী করে যাই খেলার মাঠে

মগ্ন আমি বইয়ের পাঠে

কেমন করে শুনবো আমি

দাদুর মুখে গল্প?

নাওয়াখাওয়া ঘুমের জন্য

সময় হাতে অল্প!

কোন প্লেয়ারে ভালো খেলে

কোন দেশে কে রাজা

আমি কী আর এসব জানি

কোন খবরটা তাজা?

ক্লাসের পড়াই পড়তে হবে

রেজাল্ট ভালো করতে হবে

জীবন ভালো গড়ে দিতে।

এই ভালো কি সত্যি ভালো

জ্ঞানে জীবন ভরে দিতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *