ছড়াকার ব্রত রায়-এর গুচ্ছ ছড়া
হাট্টিমাটিমটিম
হাট্টিমাটিমটিম কী জিনিস
প্রশ্ন করি কারে?
শিং অলা এই জন্তু কেন
মাঠঘাটে ডিম পাড়ে?
আগডুম বাগডুম
আগডুম বাগডুম ঘোড়াডুম কী যে
ছাত্ররা বোঝে নাই, শিক্ষকও নিজে–
বোঝে নাই অর্থ কী তবু হয় পড়া
যুগ যুগ বেঁচে আছে এই সব ছড়া!
ভাইপো
কাক কি সবার ভাইয়ের ছেলে?
তাই ডেকে যায়‘কা-কা’?
সে ডাক বুকে মোচড় দেবে
যায় না ঘরে থাকা!
ইয়ংকে?
দাদার বয়েস এইট্টি এবং নানার বয়েস আশি
প্রশ্ন হল এই দুজনের মধ্যে ইয়ংকে?
প্রশ্ন শুনে ঘাবড়ে গেছেন সম্ভবত খুবই
বলেন বাজান বড্ড কাঁচা আপনি কি অংকে?