নির্বাচিত ছড়া- আল জাবিরী
হলদে পাখির বিয়ে
দোল দিয়ে যায় রোদ মাখা দিন দোল দিয়ে যায় সুর
সুরের মোহে মন ছুটে যায় সুদূর অচিনপুর।
পাখির সুরে মন উদাসী মন থাকে কি পাঠে
মন তো শুধু ঘুরতে থাকে বন পাহাড়ের মাঠে।
মাঠের সাথে ঘাট ও প্রিয় নাইতে নামি জলে
পুকুর জলে জল কেলিতে লাফাই দলে দলে।
আমরা সবাই দস্যি ছেলে নেই আমাদের জুড়ি
ইচ্ছেমতো যখন তখন বন বাদাড়ে ঘুরি।
পাখপাখালির পিছু ছুটি কোন পাখিটা টিয়ে
হঠাৎ করে জানতে পারি হলদে পাখির বিয়ে।
বর এসেছে মুকুট পরে মুকুটটা খুব দামি
বর কনেকে দেখতে সবাই একটু করে থামি।
ওমা এ কী দেখছি সবাই কনের গলায় হার
ঝলক মারা খাঁটি সোনার হারটা হলো মা’র।
যে হারটা হারিয়ে গেল সপ্তাহ দুয়েক আগে
সেই না হারে আজ কনেকে খুব যে দারুণ লাগে।
উদাস দুপুর সুরের নুপুর
আয় ছুটে যাই কল্পলোকে
দলবেধে সব খোকা
আনন্দেতে কাটাই বেলা
হবো আলোর পোকা।
জাম, জামরুল হিজলবনে
ডাকছে পাখি ক্ষণে ক্ষণে
খুশির বানে যাই হারিয়ে
আয় ছুটে একরোখা।
আয় ছুটে সব দুষ্টুখোকা
আয় তোরা আয় আয়
উদাস দুপুর সুরের নূপুর
বুলবুলি গান গায়।
গানের তালে তাল মেলাবো
বাঁশির সুরে সুর
ইচ্ছে হলেই উড়াল দেব
অচিন সমুদ্দূর।
আচ্ছা যদি যায় গজিয়ে
পাখির মতো ডানা
অথৈ সাগর পাড়ি দেব
শুনবো না আর মানা।
অলস দুপুর আম্মু যখন
থাকবে গভীর ঘুমে
আমি কি আর পিচ্চি খোকা
থাকবো বসে রুমে?
ভরদুপুরে বাইরে যাওয়া
বারণ যতো মা’র
তখন আমায় রুখবে কে আর
মা মণিটার হার।
স্বপ্নরা জেগে থাকে
আকাশের নীলে মেঘ যায় উড়ে উড়ে
সবুজের হাতছানি নদীকূল জুড়ে।
দৃষ্টির সীমানায় আলো ঝলমল
ঝর্ণার স্রোতধারা ছুটে কল কল।
এক ঝাক পাখি দেখো আকাশ পানে
স্বপ্নের বীজ বুনে সুর-কলতানে।
ডানা মেলে উড়ে যায় স্বাধীনতা সুখ
সুরের আবেশ মেখে হই উন্মুখ।
কিশোরের দল ছুটে ফড়িঙের পিছু
দিন শেষে রাত হয় পায় না কিছু।
স্বপ্নরা জেগে থাকে মনের ঘরে
বারবার ছুটে তাই নতুন করে।
ইচ্ছে আমার আকাশ দেখার
মন বসে না পড়ার বইয়ে মন বসে না ঘরে
মন ছুটে যায় সকাল দুপুর অচিন তেপান্তরে।
মন বলে আয় যাই হারিয়ে মেঘনা নদীর চরে
ঘাসফড়িঙয়ের মতোই করে ঘূরব পরস্পরে।
মন থাকে কি বদ্ধ ঘরে! মন হতে চায় পাখি
কিচির মিচির ছন্দ সুরে করতে ডাকাডাকি।
দু’খান ডানা পাখির মতো কোথায় খুঁজে পাই?
ঐ আকাশে নীলের মাঝে হারিয়ে যেতে চাই।
মেঘের ভাজে চাঁদের মাঝে থুথথুরে এক বুড়ি
কল্পকথার গল্প বলায় নেই কোন যার জুড়ি।
সেই বুড়িটি মেঘের বুড়ি মেঘের ভেতর থাকে
সকাল বিকাল আকাশ থেকে আমায় কেবল ডাকে।
তখন কি আর থাকতে পারি ঘরের ভেতর একা
ইচ্ছেগুলো পাখনা মেলে করতে হবে দেখা।
কিন্তু মাগো শুধুই কেন আমায় বারণ করো
ঐ দেখ মা মেঘপরিও উড়ছে থরো থরো।
নাইবা যদি ছুটি দিলে বন্দি রাখো ঘরে
ইচ্ছে আমার আকাশ দেখার, দেখবো কেমন করে।
আজকে আমার ছুটি
আজকে আমার দিন
হাসি-খুশি ছুটোছুটি স্বপ্নটা রঙিন।
হিজল বনের ফাঁকে
দেখছি যেন কাকে
আয়রে তোরা ঘর পালিয়ে
আয় আমার সোনার গাঁয়।
পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে
বক সারসের ঝাঁক
ঝাঁকে ঝাঁকে পাখিগুলো
দিচ্ছে কেবল ডাক।
ও শিকারি তোমার গুলি
আর করো না তাক।
আজকে আমার ছুটি
ছুটি মানে ডানায় ডানায়
মেঘের লুটোপুটি।
তপ্ত দুপুর ঘুমায় অলস
ঘুমিয়ে তারা থাক
চাঁদের বুড়ি মেঘ থেকে রোজ
দিচ্ছে আমায় ডাক।
মেঘে মেঘে আকাশ ঢাকা
মেঘ যে আমার প্রিয়।
নীলাভ খামে মেঘের কথা
পাঠিয়ে আমায় দিও।
পাখির সাথে ফুলের সাথে
ইচ্ছে করে শহর ছেড়ে
গাঁও গেরামে যাই
যেথায় গেলে আমি আমার
মায়ের দেখা পাই৷
যেথায় আছে প্রিয় আমার
নকশি কাঁথার মাঠ
কলসি কাঁখে ফিরছে বধূ
শান বাঁধানো ঘাট৷
ইচ্ছে করে হারিয়ে যেতে
আম কাঁঠালের বন
পাখির সাথে ফুলের সাথে
খেলতে সারাক্ষণ৷
ইচ্ছে করে যাই যে ছুটে
ফসল ভরা সবুজ মাঠে
নিত্য যেথায় রাখাল ছেলে
বাঁশির সুরে দিবস কাটে৷
ইচ্ছে করে আরো কতো
থাকত ডানা পাখির যতো
এডাল ওডাল ইচ্ছে মতো
স্বপ্ন আছে হাজার শতো৷
রাত পোহালে
রাত পোহালে ফুল বাগানে
দোয়েল, কোয়েল, টুনটুনি
দক্ষিণ হাওয়ায় পালক মেলে
গান ধরেছে গুনগুনি৷
পাপড়ি মেলে সুবাস ছড়ায়
গোলাপ পলাশ জুঁই বেলী
মৌমাছিরা মধুর খোঁজে
যাচ্ছে উড়ে পাখ মেলি৷
রাখালিয়া বাঁশির সুরে
গান গাইছে প্রাণ খুলি
তাইনা দেখে ফুল বাগানে
নাচ্ছে খুকু চুল খুলি৷
আমাদের গাঁও
গাছে গাছে ফুল ফল
মাঠ ভরা ধান
থেকে থেকে শোনা যায়
রাখালের গান৷
ছুটে চলে নদ-নদী
পাল তোলা নাও
স্বপ্নের ছড়াছড়ি
আমাদের গাঁও৷
ক্ষেত ভরা ধান আর
মাছ ভরা বিল
কৈ, পুঁটি খুঁজে ফিরে
মাছরাঙ্গা, চিল৷
দূরে মাঝি গান গায়
তরী বেয়ে যেতে,
কিষাণের ঘাম ঝরে
কাউনের ক্ষেতে৷
বাগে বাগে ফুল পাখি
মনোরম বেশ-
কোথা পাবে বল দেখি
এই পরিবেশ!
বর্ষার জল
রিনি ঝিনি রিন ঝিন বৃষ্টির নূপুর
কাজ কাম নেই কোন অলস দুপুর৷
মেঘে মেঘে গর্জন বিজলি চমক
বৃষ্টিতে ভেজা মানা মায়ের ধমক৷
রিমঝিম ঝিমঝিম মনটা উদাস
বাগে বাগে ফুল ফোটে বকুল পলাশ৷
নদ-নদী ভেসে যায়, পানি টলমল
টিপটিপ সুর তোলে বর্ষার জল৷
সারাদিন একটানা টাপুর টুপুর
খাল-বিল থৈ থৈ ভাসলো পুকুর৷
ঘাস ফুল কাশফুল কলমি লতায়
ঝিরঝির বৃষ্টিতে মনটা হারায়৷
চপল কিশোর মন
মেঘ ঘোল ঘোল মেঘলা আকাশ
চপল কিশোর মন
ঘর কোটরে মন বসেনা
ঘুরব সারাক্ষণ৷
খুঁজতে যাবো পাখির বাসা
আয়রে কিশোর দল
নিরব নিথর হিজল বনে
পাখির কোলাহল৷
শাপলা বিলে শালুক তোলে
দস্যি ছেলের দল
দুষ্টুমিতে মাতব সবাই
আমার সাথে চল৷
মৌয়ের বনে মৌমাছিরা
সংগীতে তৎপর
আমরা ক’জন বাঁধন হারা
ফিবর না আজ ঘর৷