নির্বাচিত ছড়া- শাহ আলম বিল্লাল
চাঁদের আলো
চাঁদনি রাতে ভালো লাগে
গল্পকথা শুনি
উঠোন জুড়ে মাদুর পেতে
রাতের তারা গুণি।
মিটিমিটি জোনাকিরা
যায় দিয়ে যায় আলো
চাঁদের পলক যায় ছড়িয়ে
দূর করে সব কালো।
দাদুর মুখে গল্প শুনি
ঘুমপাড়ানি গানে
খুশিতে মন দুলতে থাকে
ঢেউ খেলানো প্রাণে।
দাদুর মুখের গল্প শুনে
ঘুমপরী দেয় চুমি
সারাটা রাত স্বপ্ন দেখি
আমি শুধু ঘুমি।
ভূতের বাড়ি
ঐ দেখা যায় ভূতের বাড়ি
ভূতেরা সব থাকে
দিনের বেলা লুকায় থাকে
তেঁতুল গাছের বাঁকে।
রাতের বেলা ভূতেরা সব
সাদা পোশাক পড়ে
গাব গাছের ডালে বসে
লাফালাফি করে।
মস্ত বড় মুখটা ভূতের
লম্বা সাদা জামা
পাশে গাবের ডালে বসে
বাজায় সাথে গামা।
দিনের বেলা যায় না দেখা
আঁধার রাতে আসে
তেঁতুল তলা বাঁশে ঝাড়ে
গান গায় আর হাসে।
গুড়ুম গুড়ুম
কালো মেঘের গুড়ুম গুড়ুম
দমকা হাওয়ায় আসে
আকাশ জুড়ে মেঘের খেলা
বৃষ্টি জলে ভাসে।
দিনের আলো হলো কালো
টাপুর টুপুর ছন্দে
ব্যাঙের ডাকে নালা ধারে
নতুন পানির গন্ধে।
ঝিরিঝিরি হাওয়া আসে
জলে ভাসা টলমল
খালেবিলে ভাসা পানি
করে যেন খলখল ।
মাঠে ঘাটে ভরা পানি
ধুলো বালি নাই তো
মিলেমিশে খেলা চলে
খোকা খুকু আয় তো।
ছুটে আসি
আকাশ যেন নীলের ছোঁয়া
ঝিরি হাওয়া আসে
উদাস এ মন ছুটে চলে
নদীর তীরে কাশে।
সাদা ফুলে ভালো লাগে
ঢেউ তুলে দেয় হাওয়া
প্রাণ জুড়ানো শীতল হাওয়া
এই হয়েছে নাওয়া।
নীল আকাশে ঝাঁকে ঝাঁকে
উড়ে বেড়ায় পাখি
বিকেল বেলা লাগছে ভালো
পাখির ডাকাডাকি।
কাশের বনে পাখির সনে
সাদা ফুলের হাসি
শান্ত নদীর কাছে আমি
তাইতো ছুটে আসি।
চলো চলো
এই যে দ্যাখো পাহাড় নদী
ঝর্না পাখি ফুল
যতই দেখি ভালোই লাগে
মন করে মশগুল।
রাতের বেলা চাঁদের আলো
হাসনাহেনার ঘ্রাণ
কোকিল ডাকে মিষ্টি সুরে
জুড়ায় মনোপ্রাণ।
সবুজ ঘাসের আল পেরিয়ে
মাঠ পেরিয়ে ঘর
মিলেমিশে আছি সবাই
আমরা পরস্পর।
মুয়াজ্জিনের ধ্বনি আসে
চলো মুসলিম ভাই
কাজটা রেখে চলো চলো
নামাজেতে যাই।
ময়না পাখি
ডালে ডালে পাখির বাসা
কিচিরমিচির ডাকে
ডানা মেলে উড়ে বেড়ায়
পাতার ফাঁকে ফাঁকে।
ছোট্ট সোনা পাখি পোষার
ইচ্ছা জাগে মনে
বনে বনে ঘুরে বেড়ায়
ফুল পাখিদের সনে।
পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায়
পাখির ডাকে হাসি
ময়না পাখি পোষে খোকা
সুখ যে রাশি রাশি।
দুধ কলাতে পোষে রাখে
শখের ময়না পাখি
পোষা পাখি বলবে কথা
স্বপ্ন বুকে আঁকি।
তালের পাখা
এই গরমে তোমাকে চাই
বাতাস করার জন্য।
তালের পাতায় করলে বাতাস
একটু হতাম ধন্য।
এই গরমে শরীর ভিজে
গা ভেসে যায় জলে
বিদ্যুৎহীনে রাতের তারা
তোমার কথা বলে।
জোৎস্না রাতে করবে বাতাস
গল্পকথা যত
গরমকালে ভাবনা কেবল
পড়বে মনে তত।
আমার প্রিয়
আমার কাছে সবচেয়ে প্রিয়
আমার ছোট্ট বাড়ি
ছায়া ঘেরা ঘন সবুজ
বৃক্ষ সারি সারি।
আমার প্রিয় পড়ার ঘরে
জানলা রাখি খুলে
স্নিগ্ধ বাতাস শান্ত করে
ঢেউ খেলানো চুলে।
হাসনাহেনা ঘ্রাণ ছড়িয়ে
মগ্ন রাখে রাতে
আমার তখন সময় চলে
কাব্য ছড়ার সাথে।
বুকে রাখি
আমার কেবল ইচ্ছে করে
ডানা মেলে উড়ি
যাই হয়ে যাই ঘুড়ি।
আমার কেবল ইচ্ছে করে
দিতে দূরে পাড়ি
আসবো না আর বাড়ি।
আমার কেবল ইচ্ছে করে
কাছে ছুটে আসি
দেশকে ভালোবাসি।
আমার কেবল ইচ্ছে করে
যাই হয়ে যাই পাখি
করতে ডাকাডাকি।
আমার কেবল ইচ্ছে করে
দেশের ছবি আঁকি
দেশকে বুকে রাখি।
পথের বাঁকে
বহুদূরে মাঠ পেরিয়ে
গ্রাম পেরিয়ে বাড়ি
শাল গজারি তাল তমালে
বৃক্ষ সারি সারি।
বৃক্ষ আমায় কাছে ডাকে
দেয় যে শীতল ছায়া
গাঁয়ের মেঠো পথের প্রতি
বাড়ে আমার মায়া।
ভোর বেলাতে দোয়েল পাখির
শিস ভেসে আয় কানে
শ্যামল ছায়া গ্রামটি আমায়
কাছে শুধু টানে।
গাঁয়ের টানে শহর ছেড়ে
ছুটে আসি আমি
গাঁয়ের মেঠো পথের বাঁকে
তাই প্রতিদিন থামি।