কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক লিখন-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা।।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক লিখন। আজ ২৫ জুন তাঁর জন্মদিন। স্বভাব কবি আনিসুল হক লিখন ১৯৮২ সালে ২৫ জুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামে জন্ম গ্রহণ করেন। কংশ পাড়ে বেড়ে ওঠা কবি লিখে যাচ্ছেন গল্প কবিতা গান উপন্যাস ও অসংখ্য প্রবন্ধ নিবন্ধ। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো।
’’বেদনার বার বছর’’
’’স্পর্শ ফুল”
’’বর্ণ দিয়ে ছড়া’’
’’সুগন্ধি তোমার জন্য’’
’’আগুন পাখি’’
’’আমিও নষ্ট হবো তোমার চোখে একদিন’’
’’নষ্ট গলিতে জীবন থাকেনা মালতী’’
’’সাত সতেরো’’
’’অসতী’’
’’এই হলো ইতিহাস’’
ইত্যাদি। কবি আনিসুল হক লিখন নিরবে নিভত্তে রচনা করে চলেছেন তাঁর সাহিত্য কর্ম। কবি আনিসুল হক লিখন shahittobarta24.com এর সম্পাদক ও ধর্মপাশা সাহিত্য পরিষদ এর সভাপতি।। তাঁর জন্মদিনে আমাদের পত্রিকা পরিবার থেকে শুভকামনা রইলো।।