শিল্প-সংস্কৃতি

কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেলের আজ জন্মদিন

খান মুহাম্মদ রুমেল নরসিংদীর শাহাব উদ্দিন মেমোরিয়াল একাডেমি থেকে এসএসসি পরবর্তীতে নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে পেশায় তিনি একজন সাংবাদিক। এখন কাজ করছেন সময় টেলিভিশনে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে। এর আগে একুশে টেলিভিন, দৈনিক সমকাল এবং পাক্ষিক আনন্দ আলোয় কাজ করেছেন। সরকারি চাকুরে বাবা শফিকুল ইসলাম খান এবং স্কুল শিক্ষক মা হাজেরা আক্তার খানম দুজনেই বর্তমানে অবসর প্রাপ্ত। স্ত্রী আইরীন আহমেদ বিশ্ববিদ্যালয় শিক্ষক। একমাত্র সন্তান আইমান রোশনাই খান সমুদ্র-কে তাঁর পরিবার।

এসব পরিচয় ছাপিয়ে যে পরিচয়টি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে তা হলো তিনি একজন লেখক। আজ কবি খান মুহাম্মদ রুমেলের জন্মদিন। কাব্যশীলনে পক্ষ থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা।

খান মুহাম্মদ রুমেলের কৈশোর থেকেই কবিতা ও ছোটগল্পের প্রতি প্রচন্ড জোক ছিল। হাইস্কুল থেকেই লেখালেখি শুরু। মুক্তিযুদ্ধ, মানুষের যাপিত জীবনের টানাপোড়েন তার লেখার উপজীব্য। পাশাপাশি লেখায় তিনি তুলে আনেন প্রেম। কল্পিত এক মানবী মোহময় রূপে ধরা দেয় তার কবিতায়। সাহিত্য যাত্রার নিঃসঙ্গ সারথি খান মুহাম্মদ রুমেল নিভৃত আড়াল ভালোবাসেন। দীর্ঘ সাহিত্য যাত্রায় দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকায় তার গল্প কবিতা ছাপা হলেও এখন পর্যন্ত বই প্রকাশ হয়েছে মাত্র একটি। কাব্যগ্রন্থের নাম- প্রণয়ের কোনো গন্তব্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *