সত্তর দশকের অন্যতম কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী’র জন্মদিনের শুভেচ্ছা
বিংশ শতাব্দীর সত্তর দশকের কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী’র জন্ম
১০ মার্চ ১৯৫৫, টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ার সম্ভান্ত ও সংস্কৃতি চেতনালব্ধ পরিবারে।
জীবনভর তার চেতনায় ছায়াপাত করেছে। বিভিন্ন জাতি-গােষ্ঠীর মানুষের সম্প্রীতির পরম্পরা।
পছন্দ করেন মানুষের হৃদয়তাপ, হাসি আর আনন্দ। ব্যথিতও হন তাদের জীবনঘনিষ্ঠ বেদনায়।
আলমগীর রেজা চৌধুরী সর্বোপরি ভালােবাসেন মানুষ। মানুষের সরল ভালােবাসা।
নানান রঙের মানুষ নিয়েই গড়ে ওঠে তাঁর লেখার জগত। শিক্ষায় স্নাতকোত্তর, বয়ন শিল্পের উপর উচ্চতর শিক্ষা।
পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। কিন্তু বােহেমিয়ান স্বভাব তাঁকে কোথাও স্থির হতে দেয়নি।
বিচিত্র পেশা গ্রহণ করেছেন। বর্তমানে দৈনিক সময়ের আলাে’র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।
তাঁর শখ: বইপড়া, ভ্রমণ, ক্রিকেট।
এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যাঃ ৫২টি
স্পষ্টভাষী সাদা মনের এই গুণী লেখকের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভকামনা রইল।