শিল্প-সংস্কৃতি

কবি ফরিদা ইয়াসমিন সুমি এর জন্ম দিনের শুভেচ্ছা

ডা. ফরিদা ইয়াসমিন সুমি নাম – ফরিদা ইয়াসমিন ডাকনাম – সুমি জন্ম – ০৪/১০/১৯৭৪ জন্মস্থান – হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা মা – মাহমুদা বেগম বাবা – মো.জাকারিয়া ভাইবোন – তিনবোন, এক ভাই-এর মধ্যে সবার বড় পৈত্রিকনিবাস – চট্টগ্রাম শৈশবকেটেছে – চট্টগ্রাম ও ঢাকায়শিক্ষাজীবন এসএসসি – নাসিরাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম। এইচএসসি – সরকারী হাজী মু.মহসিন কলেজ, চট্টগ্রাম। এমবিবিএস – চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। ডিজিও – চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। এমএস – চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। চাকুরি জীবন সরকারী চাকুরিতে প্রথম যোগদান– ২০০৩। বর্তমানপদ ও কর্মস্থল – সহকারী অধ্যাপক । গাইনিবিভাগ । চট্টগ্রাম মেডিক্যাল কলেজপ্যাশন লেখালেখি শুরু – স্কুল জীবন থেকে প্রথম গ্রন্থ – “তোমায় দেবো নীলপদ্ম, নেবে” । প্রকাশক – অনন্যা, ঢাকা । প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০০৬ এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সমূহ– গ্রন্থ ধরণ প্রকাশক প্রকাশকালতোমায় দেবো নীলপদ্ম, নেবে কাব্যগ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৬তুমি আর আমি অলংকৃত কাব্যগ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৭তুমি তেমনই রবে আমারই কাব্যগ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৭প্রজাপতি মন কাব্যগ্রন্থ অ্যাডর্ন, ঢাকা ২০১৭চলো ভালোবাসি কাব্যগ্রন্থ অ্যাডর্ন, ঢাকা ২০১৭পাতা ।। ফুল ।। কাঁটা গল্পগ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৮ভুল সময় বলে কিছু নেই অলংকৃত কাব্যগ্রন্থ বাংলালিপি, ঢাকা ২০১৮নারীস্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৯অসমুদৃত দেহে সমুদৃত মন কাব্যগ্রন্থ অনন্যা, ঢাকা ২০১৯যে-জীবন ফড়িঙের, দোয়েলের… গল্পের বই অনন্যা, ঢাকা ২০১৯’আমরা দু’জন স্বপ্নে জেগে থাকি’ কবিতার বই ২০২০’হাজার আয়নার ঘর ‘ গল্পগ্রন্থ ২০২০ ভালোবাসি – অভিনয় ও আবৃত্তি করতে প্রথম অভিনীত নাটক–“লীলা”, নাট্যকার – ইমদাদুল হক মিলন । প্রচারিত হয়েছিলো – চ্যানেল আই – এর উদ্বোধনী নাটক হিসেবে। ধারাবাহিক নাটক – “মন হারাবার দিন” নাট্যকার – ইমদাদুল হক মিলন । প্রচারিত হয়েছিলো–এটিএন বাংলায় দুটি টেলিভিশন বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ প্রকাশিত আবৃত্তি সিডি – “তোমায় দেবো নীলপদ্ম, নেবে” এবং “ভালোবাসার স্বীকারোক্তি” (২০১৬)। অন্যান্য: লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা-১৯৯৭ লেখালেখির স্বীকৃতি: বেশ কিছু পুরষ্কারবর্তমান ব্যস্ততা – চট্টগ্রামে বন্ধ্যাত্ব চিকিৎসা সেবা দানের উদ্দেশে “জেনেসিস হেলথ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার”প্রতিষ্ঠা। কাব্যশীলন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *