শিশুসাহিত্যিক বাসুদেব খাস্তগীর এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা
ছড়াকার, শিশুসাহিত্যিক, গল্পকার, প্রাবন্ধিক ও গীতিকার বাসুদেব খাস্তগীরের জন্মদিন। তিনি উপমহাদেশের প্রখ্যাত প্রয়াত সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোহনলাল দাশের গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত বিজয় ভূষণ খাস্তগীর ও মা মিনতি রানী সরকার খ্যাতিমান শিক্ষক ছিলেন। এ পর্যন্ত তাঁর ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। জনাব বাসুদেব খাস্তগীরের উল্লেযোগ্য ছড়া ও শিশুতোষ গল্প ও গীতিকবিতার বইগুলো হল- ‘আকাশ হতাম যদি’, ‘ফুলপরিদের দেশে স্কুল নেই’, ‘ঋতুর রঙে বাংলার রূপ’, ‘সুখ ধরি মুঠি মুঠি’, ‘শত পঙ্ক্তিতে অঙ্কিত মুজিব’, ‘ছড়ায় ছড়ায় হাসি, ছড়া ভালোবাসি’, ‘ছড়ায় ছড়ায় ছড়াক্কা’, ‘সময়ের ছড়া’, ‘ছন্দে আনন্দে’, ‘ছড়ায় ছড়ায় সারেগামা’ এবং ‘স্মৃতিময় গীতিময়’। শৈশবে ওস্তাদ মোহনলাল দাশের সান্নিধ্যলাভ তাঁর গীতিকবিতা লেখার মূলপ্রেরণা। প্রয়াত সঙ্গীতজ্ঞ নীরদ বরণ বড়ুয়া, শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের সান্নিধ্যে এসে তিনি আরো ঋদ্ধ হয়ে উঠেন। বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার হিসেবে নিবন্ধিত এই গীতিকবির গান দেশের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে প্রচারিত হয়েছে। গান লেখা ছাড়াও তিনি কিশোর কবিতা, শিশুতোষ ছড়া, রম্য ছড়া, গল্প, প্রবন্ধ লেখায় সুপরিচিত এক মুখ। বহুমাত্রিক
গুণী এ সাহিত্যিক বাসুদেব খাস্তগীর বর্তমানে ফটিকছড়ি বিএমসি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তাঁর প্রাপ্ত সম্মাননা-
১.নক্ষত্র ব্লগ সেরা লেখক পুরস্কার-২০১৬
২.ঐতিহ্য সাংস্কৃতিক ফোরাম গীতিকবি সম্মাননা-২০১৯
৩. অক্ষরবৃত্ত বেস্ট সেলার সম্মাননা-২০১৯
কাব্যশীলন পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।