শিল্প-সংস্কৃতি

কবি তাপস বিশ্বাসের জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

তিনি গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মধুসূদন বিশ্বাস এবং মাতার নাম অঞ্জলী প্রভা রায়। তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।
বর্তমানে তিনি সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
.
১৯৯২ সালে গোপালগঞ্জের ‘দৈনিক যুগকথা’ পত্রিকায় তার কবিতা প্রথম প্রকাশিত হয়। যৌথভাবে প্রকাশিত তার কবিতা সংকলনগুলো হলো: স্বপ্নডিঙা, সূর্যসিঁড়ি, কবিতা কানন, কাব্য তরু, কাব্য বলাকা, ভালোবাসার ফাঁসি চাই এবং রক্তাক্ত আগস্ট। ‘প্রতিভা’ নামে একটি কবিতা সংকলন তিনি সম্পাদনা করেছেন। ‘বিচ্ছিন্ন বদ্বীপ’ তার প্রথম একক কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের জন্য ২০১৯ সালে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ প্রদত্ত ‘এসবিএসপি গ্রন্থস্মারক’ পেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *