কবি ও কথাসাহিত্যিক ফারুক আহমেদ এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা
জন্ম নেত্রকোনা ১৯৭৯, ২১ মে, বেড়ে ওঠা ও নেত্রকোনা। নটরডেম কলেজে ভর্তি হয়ে ঢাকায় পাড়ি। পড়াশোনা, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় সন্তান দু ভাই দুই বোনের মধ্যে। বিবাহিত জীবনে দুই সন্তানের জনক। পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন দৈনিকের সাহিত্য পাতা সম্পাদনা করে আসছেন। বর্তমানে দৈনিক ‘ইত্তেফাক’ এর সহকারী সম্পাদক হিসাবে কর্মরত, সম্পাদনা করেন দৈনিকটির সাহিত্য সাময়িকী ও অন্যান্য।
পাশাপাশি লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ গল্প। সম্পাদনা করেছেন সাক্ষাৎকার সংকলন।
কাব্যশীলনের পক্ষ থেকে কবি ও কথাসাহিত্যিক ফারুক আহমেদকে শুভেচ্ছা।
কবি ফারুক আহমেদকে ঈদের ও জন্মদিনের শুভেচ্ছা।
kobi Showkat alam