জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত জাহাঙ্গীর আলম জাহান
গতকাল ১৩ সেপ্টেম্বর বিকেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিগত পাঁচ বছরে কিশোরগঞ্জ জেলার শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সে রকম ২৬ জন গুণী সংস্কৃতিজনকে আনুষ্ঠানিকভাবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করা হয়। কেন্দ্রীয় শিল্পকলা একাডেমির কর্মসূচি অনুযায়ী এই পদক ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে জেলা ণিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্তদের সুদৃশ্য উত্তরীয় পরানোসহ ক্রেস্ট, সনদপত্র ও জনপ্রতি ১০ হাজার টাকার নগদ অর্থমূল্য তুলে দেন সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামি লীগের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এড. এম এ আফজল প্রমুখ। ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে প্রতিবছর ৫ ক্যাটাগরিতে ৫ জন হিসেবে পাঁচ বছরে মোট ২৫ জনকে এবং একজনকে যৌথভাবে মিলিয়ে মোট ২৬ জন গুণী ব্যক্তির হাতে এই পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
পদকপ্রাপ্ররা হচ্ছেন লোকসংস্কৃতি গবেষণায় জাহাঙ্গীর আলম জাহান, এড. নাসিরউদ্দিন ফারুকী, হারিছ মোহাম্মদ, কণ্ঠঙ্গীতে অমর চন্দ্র শীল, বিজন কান্তি দাশ, কাজল দেব, শহীদুজ্জামান স্বপন, মো. আবুল হাশেম, নৃত্যকলায় নারায়ণ দেব, সবিতা বেগম, সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, ফৌজিয়া জলিল ন্যান্সি, ধনেশ পণ্ডিত, মানস কর, নাট্যকলায় সুধেন্দু বিশ্বাস, মৃণাল কান্তি দত্ত, এড. মোজাম্মেল হক খান রতন, যাত্রাশিল্পে মোতালিব হোসেন রাজা, আবদুস সাত্তার, ফাতেমা আক্তার রত্না, আবৃত্তিতে ম ম জুয়েণ, বাঁধন রায়, শামছুজ্জামাস সেলিম, চারুকলায় এম এ কাইয়ুম, যন্ত্রশিল্পে বিজন সাহা ও আসিতবরন বসাক তপন প্রমুখ।
এ উপলক্ষে পরদিন (১৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর সম্মানে জেলা লিল্পকলা একাডেমি মঞ্চে মঞ্চায়িত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশিত হয় একতা নাট্য গোষ্ঠীর গীতি নৃত্য আলেখ্য ‘ইতিহাস কথা কয়’ এবং কিশোরগঞ্জ সাংস্কৃতিক সংস্থার গীতিনৃত্যনাট্য ‘বীরাঙ্গনা সখিনা’। দুদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান ও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জাকির হোসেন।