শিল্প-সংস্কৃতি

ইসরাত জাহান ছোটগল্পের জন্য সিইউকেপি সাহিত্য সম্মাননা- ২০২৫ পাচ্ছেন।

সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার- ২০২৫ পাচ্ছেন ০৭(সাত) জন লেখক। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কুমিল্লা কবি পরিষদ গত চার বছর ধরে নবীন-প্রবীণ লেখকদের পুরস্কৃত করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এই পুরষ্কার ঘোষণা করা হয়। ২০২৫ সালের পুরস্কার ঘোষণার আগে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল লতিফ একাধিক ভার্চুয়াল মিটিং করেন। সিইউকেপি (মনোনয়ন বোর্ডের বিচারক… ) ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খাজিনা খাজি এবং কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব এর সাথে আলোচনা করে চারজনের নাম ঘোষণা করেন।

সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার- ২০২৫ প্রাপ্তরা হলেনঃ

০১। নাটক- ড. মুকিদ চৌধুরী
০২। প্রবন্ধ- গাজী আজিজুর রহমান
০৩। নজরুল গবেষণা – পীযূষ কুমার ভট্টাচার্য্য
০৪। কবিতা- ফারুক আহমেদ
০৫। ছোটগল্প- ইসরাত জাহান
০৬। কবিতা- সালমান হাবীব (উদীয়মান কবি)
০৭। শিশুসাহিত্য- রাইদাহ গালিবা (মরণোত্তর)

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার মনোনয়ন প্রাপ্ত সম্মানিত লেখকদের সম্মাননা ও অর্থ পুরষ্কার আগামী ২৬ ডিসেম্বর, রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

ইতিমধ্যে পুরস্কার যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা হলেন- কানিজ পারিজাত, ইমরুল ইউসুফ, ফখরুল হাসান, রব্বানী সরকার, মুহাম্মদ শামসুল হক, সৈয়দ ইশতিয়াক রেজা, খান মুহাম্মদ রুমেল, মাইদুর রহমান রুবেল, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মোবাশ্বিরা নুজহাত তাসনিয়া উপ্তি, প্রিন্স আশরাফ, পিয়ারা বেগম, এস ডি সুব্রত, বকুল আক্তার দরিয়া, সৈয়দ আনোয়ার রেজা, সুলেখা আক্তার শান্তা, লুৎফুর রহমান রাকিব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *