কবি সুমন রায়হান-কে কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
সাম্প্রতিক সময়ে কবিতায় সুমন রায়হানের উজ্জ্বল উপস্থিতি সাফল্য ও সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। মানুষ স্বদেশ ও প্রকৃতি তার কবিতার মূল অনুষদ। ৪ ডিসেম্বর ১৯৮৪ সালে লক্ষণকাঠী, গৌরনদী, বরিশাল সরদার বাড়িতে জন্মগ্রহণ করে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ। ‘হৃদয়ে যে গান আসে’ ২০১২ সালে প্রকাশ হয়। ‘যেতে যেতে সমুদ্র’ প্রকাশ হয় ২০১৪ সালে। ‘নক্ষত্রের আড়াল’ প্রকাশিত হয় ২০১৬ সালে। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘নদীও জলে নামে’ কবি সুমন রায়হান এর জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা।