শিল্প-সংস্কৃতি

কবি ইকবাল হাসান-কে কাব্যশীলনের পক্ষ থেকে ৬৮ তম জন্মদিনের শুভেচ্ছা

৬৮ বসন্ত পার করলেন টরন্টো প্রবাসী কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান। ৪ ডিসেম্বর সোমবার তাঁর ৬৮ তম জন্মদিন। সত্তরের জনপ্রিয় রোমান্টিক কবি ইকবাল হাসান ১৯৫২ সালে বরিশাল শহরে একটি বিদেশি মিশনারি হাসপাতালে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ সময় তিনি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। বর্তমানে কানাডার টরন্টোবাসী এই কবির সুদীর্ঘ প্রবাসজীবন তাঁর নিরলস শিল্প-সাহিত্য চর্চায় কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি। তাঁর কবিতা, গল্প, নিবন্ধ ও ব্যক্তিগত রচনা নিয়ে অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রেম বিরহের অনুকাব্য, কপাটবিহীন ঘর, জ্যোৎস্নার চিত্রকলা, আশ্চর্যকুহক, ছায়ামুখ, সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র, কার্তিকের শেষ জ্যোৎস্নায়, পরী, হুমায়ূন আহমেদ ও ঝরা পালকের গল্প, দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি ও জলরঙে মৃত্যুদৃশ্য উল্লেখযোগ্য গ্রন্থ। কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *