জাহাঙ্গীর আলম জাহান এর সমকালীন ও রাজনৈতিক ছড়া
সরল বয়ান
বলতে কোনো বাধা নেই
আমার দেশে গাধা নেই
যা আছে তা ছাগল,
কিছু আছে ধূর্ত শেয়াল
আর বাকিরা পাগল।
পাগলগুলো ছাগল পোষে
আর জনগণ আঙুল চোষে
মুরগি ধরে শেয়াল,
দায়িত্ববান হিজড়াগুলোর
নেই সেদিকে খেয়াল।
আমরা এমন দুর্ভাগা যে
এসব নিয়েই আছি,
রাতের বেলা মারছি মশা
দিনের বেলা মাছি।
রাজনীতির পলিটিক্স
তেলের সাথে জল মেশালে
হয় না যেমন মিক্স,
রাজনীতিতে তেমন করেই
ঢুকলো পলিটিক্স।
সেই পলিটিক্স রাজনীতিতে
খবরদারি ফলায়,
এক হাঁড়িতে ঝগড়া চলে
আদা ও কাঁচকলায়।
রাজনীতিতে নেইতো নীতি
বাড়ছে কথার দূষণ,
নোংরা পলিটিক্স-ই এখন
রাজনীতিকের ভূষণ।
ভুল পলিটিক্স ঢুকল যেদিন
রাজনীতিতে প্রথম,
সেদিন থেকেই সুস্থ ধারার
রাজনীতি হয় খতম।
গাধাকাহন
ঘোলা করে তারপর
জল খায় গাধারা,
কার গুণ কী রকম
চেনা যায় তা দ্বারা।
এক কান কাটা যার
হাঁটে নতশিরে সে,
দুই কান কাটা হলে
চলে ঘুরেফিরে সে।
চোখে যার লজ্জার
নেই ছিটেফোঁটাও-
হয় না সে বিব্রত,
দাও যত খোঁটাও।
কাদা মেখে গাধারাই
সেরা আজ সমাজে,
দেখেশুনে বুকে আজ
ঘৃণা হয় জমা যে!
নিজের ঢোল
অনেক জ্ঞানী মানুষ তুমি-
পাও না তবু দাম?
নো চিন্তা, শোনো তোমায়
ফর্মুলা বললাম।
দাম আদায়ে করতে হবে
গোপন চটকদারি,
নিজের হাতে নিজের ঢোলে
জোরসে মারো বাড়ি।
দেখবে তবে তোমায় নিয়ে
করবে সবাই গোল,
বুদ্ধি করে নিজেই যদি
বাজাও নিজের ঢোল।
ঢোলক বাজাও মাত্রা বুঝে
বুদ্ধি কিছু এঁটে,
পরের হাতে ঢোল দিও না-
যেতেও পারে ফেটে।
লালচান
অফিসের লালচান
সব কাজে মাল চান
নীতিকথা কপচান
দুনিয়ার সব চান
নাম চান দাম চান
যাকে-তাকে খামচান।
রিলিফের টিন চান
বিনা সুদে ঋণ চান
মুরগির রান চান
আর অনুদান চান
কাবিখার গম চান
চায়ে চিনি কম চান।
অফিসের লালচান
রিলিফের চাল চান
হাল চান জাল চান
স্বপ্নেও মাল চান।