অণুগল্প।। ইলেকশন মেশিনারি।। সিদ্ধার্থ সিংহ
শুধু পরিবারের লোকেরাই নন, গোটা পাড়া ভেঙে পরল এমএল এর বাড়ির সামনে— এক্ষুনি রাজুকে গ্রেপ্তার করতে হবে। আজ সক্কালবেলায় পাড়ার চায়ের দোকানে বাকিতে চা খেতে গিয়েছিল। মাঝে মাঝেই বাকিতে খেত। কিন্তু দাম চাইলেই বলত, দিয়ে দেব। বেশি তাগাদা করলে মেজাজ দেখাত। তাই চাওয়ালা আজ চা দিতে চাননি। বলেছিলেন, আগের টাকা মেটা, তার পরে চা খাবি। এটা শুনে পাউরুটি কাটার বড় ছুরিটা ঝপ করে তুলেই সপাটে চালিয়ে দিয়েছে তাঁর পেটে। তখন চা বানাচ্ছিল সেই চাওয়ালার ছেলে। বাবাকে বাঁচাতে ছুটে এসেছিল সে। তাকেও কুপিয়ে দিয়েছে বেশ বেশ কয়েক বার। কেউ কিছু বুঝে ওঠার আগেই দে ছুট। থানা কোনও ডায়েরি নিচ্ছে না। আপনি পুলিশকে বলুন ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে।
এমএলএ সব শুনলেন। তার পর ওদের সামনেই থানায় ফোন করলেন। ওসিকে বললেন, যে ভাবে পারুন, যেখান থেকে পারুন, যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে অ্যারেস্ট করুন। ওকে আমার চাই।
তার পর খুব নিচু গলায় ফিসফিস করে বললেন, সামান্য এক কাপ চায়ের দাম দেওয়া নিয়ে যে মানুষ খুন করতে পারে, এ রকম একটা রত্ন আমার এলাকায় আছে আপনারা আমাকে আগে বলেননি? সামনে ইলেকশন। ওকে আমার চাই।