কাব্যশীলন সংবাদ

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাহিত্য ও সংস্কৃতি সন্ধ্যা

রবিবার ১৫ ই মে ২০২২ বাংলাদেশী কমিউনিটি লীডস্-এর উদ্দ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন এক ঝাঁক বাংলাদেশী পরিবার।ব্রিটিশ বাংলাদেশী ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লিখা বিখ্যাত “ওমোর রমজানের রোজার শেষে” গানটির কোরাজ পরিবেশনের মধ্যে উদ্বোধন করা হয় ঈদ আনন্দ উৎসব।

সৈয়দ আনোয়ার রেজা ও চম্পা রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিসি রেডিও লীডস্-এর ঝংকার অনুষ্ঠানের সাবেক পরিচালক জনাব আলি হাসান। ঈদের ছড়া পরিবেশন করে শিশু বাচিক শিল্পী নাহিয়ান ও মায়রা। এর পর একে একে পরিবেশন করেন লীডস্ বাংলাদেশী কমিউনিটির প্রতিভাবান আবৃত্তি শিল্পী ও সংগীত শিল্পীরা। গান, আবৃত্তি, ধাঁধা ও চিত্রংকনের মধ্যে এক পারিবারিক আনন্দ উৎসব পালন করেন বাংলা ভাষাভাষী মানুষেরা।

আয়োজকদের মধ্যে তৌফিক জামান জানান করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি জীবনযাপন করতে হয়েছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং বিধিনিষেধ তুলে দেওয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাই ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। একে অপরের সঙ্গে দীর্ঘদিনের জমানো খোশগল্পে মেতে উঠেন তারা। ঈদের সাজে সজ্জিত যুক্তরাজ্য প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এছাড়া ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অন্যতম সঠিক দিকনির্দেশনা যে তারাও পরবর্তী তে তার জ্ঞান বুদ্ধির আলোকে নিজ দেশের ইতিহাসে ও ঐতিহ্য আরো বেগবান করার প্রয়াস চালিয়ে যাবে প্রবাসী জীবনে। এ আনন্দ যুক্তরাজ্য সহ বিশ্বের সব মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা সকলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *