কাব্যশীলন সংবাদ

দিলারা রুমা’র তিন সত্যি আনিসুল হক লিখনের এই হলো ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪ মার্চ ২০২২ অমর একুশের বই মেলায় দিলারা রুমা’র “তিন সত্যি” ও আনিসুল হক লিখন এর “এই হলো ইতিহাস” বই দুটির মোড়ক উন্মোচন করেন সাবেক তথ্য মন্ত্রী জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা জাসদ যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক জাসদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ কে এম ওহীদুল ইসলাম কবীর ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী ভাই সহ বিভিন্ন কবি লেখক সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।।
মোড়ক উন্মোচনের প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন ধর্মপাশা হাওরবেষ্টিত এলাকার কবি আনিসুল হক লিখন এর দুঃসাহসিক সৃষ্টি কাব্য গ্রন্থ “এই হলো ইতিহাস” আমি তাঁর সাহিত্য প্রভার সাফল্য কামনা করি।

তিন সত্যি গল্পগ্রন্থের লেখক যুক্তরাজ্য প্রবাসি কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমা প্রসঙ্গে বলেন সুদূরের লন্ডনে বাস করে বাংলা সাহিত্য চর্চা করা ও লেখনী চালিযে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। তার তিন সত্যি গল্প গ্রন্থে সমাজ শুদ্ধতা ও নারী জাগরণের মন্ত্র বেশ ফুটে উঠেছে।

গ্রন্থ দুটি প্রকাশ করেছে লিখন প্রকাশন। অমর একুশে বইমেলা গ্রন্থ গুলো পাওযা যাবে লিখন প্রকাশন এর পরিবেশক স্টল ২৯৫ নম্বর সোহরাওয়ার্দী উদ্যানে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *