কাব্যশীলন সংবাদ

অপরাজিত সাহিত্য পুরস্কার-পেলেন কবি শিহাব শাহরিয়ার

বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ ১যুগে পদার্পণ উপলক্ষে অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করেছে। জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবছর কবিতায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি শিহাব শাহরিয়ার। ১৯৬৫ সালে ব্রহ্মপুত্র নদের তীরের শেরপুর জেলায় জন্ম নেওয়া আশির দশকের এই কবির হাতে বাংলা কবিতা নিয়েছে তার নিজস্ব বাঁক। আশির দশকের শুরু থেকেই বাংলাদেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, সাহিত্য বিষয়ক ছোটকাগজ ও বিভিন্ন জর্নালে নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ, গবেষণা, বিষয়- ভিত্তিক ফিচার, বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমানদের নিয়ে লেখালেখি শুরু করেন শিহাব শাহরিয়ার। কবিতা, প্রবন্ধ, গল্প, গবেষণাগ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা পঁচিশ। ভারতের কলকাতার বিখ্যাত আনন্দ পাবলিকেশন থেকেও প্রকাশ পেয়েছে তার কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে-

হাওয়ায় রাত ভাসে ভাসে নিদ্রা, ফড়িঙের পাখা পোড়ে, নদীর তলপেট ফোড়ে উড়ে যায় রোদ, আমি দেখি অন্য আকাশ, যখন ভাঙে নক্ষত্র, খড়ের খোঁয়াড় ইত্যাদি।

শিহাব শাহরিয়ার একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, গাল্পিক, ভ্রমণলেখক, নাট্যকার, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, উপস্থাপক ও বাচিকশিল্পী। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ চেতনায় বিশ্বাসী এই কবি গবেষণা করেছেন, বাংলাদেশের কোচ জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি বিষয়ে। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি সম্পাদনা করেছেন, বাংলাদেশের পঞ্চাশ বছর: দেশপ্রেমের কবিতা। এছাড়াও তিনি বৈঠা নামের একটি ছোটকাগজ সম্পাদনা করেন। জ্যোৎস্না, বৃষ্টি ও গ্রাম নিয়ে রয়েছে ছোটকাগজটির ঈর্ষনীয় সংখ্যা।

কবি শিহাব শাহরিয়ারের সঙ্গে এববছর অপরাজিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- উপন্যাসে সোনালী ইসলাম, প্রবন্ধে হাসিদা মুন, ছোটকাগজ সম্পাদনায় উদ্যান সম্পাদক তৌফিক জহুর এবং প্রকাশনায় ভাষাপ্রকাশ। এছাড়া বাংলা সাহিত্যের তিন সম্ভাবনাময়ী লেখক এলিজা খাতুন কে (কবিতায়), শফিক হাসান কে (ছোটগল্পে) ও সন্তোষ কুমার শীল কে (উপন্যাসে) অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *