প্রকাশ হয়েছে নুসরাত সুলতানা’র পত্রকাব্য ‘পায়রার পায়ে আকাশের ঠিকানায়’
২১ শে বইমেলায় প্রকাশ হয়েছে নুসরাত সুলতানা’র ‘পায়রার পায়ে আকাশের ঠিকানায়’ শিরোনামে একটি পত্রকাব্য সংকলন, প্রকাশ করছে বুনন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের লিটেল ম্যাগ চত্ত্বর ৭৭ নম্বর স্টলে। নুসরাত সুলতানা’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি তে সিভিলিয়ান ষ্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাহিত্যের প্রতি ঝোঁক সেই ছোট বেলা থেকেই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই লেখালেখি করতেন। মাঝখানে ছেড়ে দেন। গত ছয় বছর নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, গল্প, প্রবন্ধ।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যগ্রন্থ- গহিন গাঙের ঢেউ ও ছায়া সহিস।
পত্রকাব্য ‘পায়রার পায়ে আকাশের ঠিকানায়’ সম্পর্কে নুসরাত সুলতানা বলেন। আধুনিকতার সাথে তাল মিলিয়ে মানুষ এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আত্মীয়-স্বজনের খোঁজ নিতে পারে মূহুর্তেই। অথচ দুই দশক আগেও মানুষ গভীর মমতা মিশিয়ে পত্র লিখে খোঁজ নিতো। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। কিন্তু আবেগ কী পরিবর্তন হয়? আমার বিশ্বাস পত্রকাব্য গ্রন্থে পাঠক খুঁজে পাবে পুরানো দিনের সেই মূহুর্তগুলো।