কাব্যশীলন বইঘর

মেলায় এসেছে কানিজ পারিজাত-এর কাব্যগ্রন্থ শেষ চুমুকের আগে

অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষ্যে কবি ও কথাশিল্পী কানিজ পারিজাত-এর ‘শেষ চুমুকের আগে’ কাব্যগ্রন্থটি বাজারে এনেছে প্রকাশনা সংস্থা
মূর্ধণ্য। মেলার ৩৯৮/৩৯৯/৪০০ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ১৫০ টাকা। কানিজ পারিজাত এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি অনার্স ডিগ্রি নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, বুয়েটে অধ্যয়ন করেছেন ওয়াটার রিসাের্স অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে। লেখালেখির জগতে তার প্রথম আত্মপ্রকাশ কবি হিসেবে। তার লেখা কবিতা ও গল্প একাধিক পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘মেঘের চিত্রকর’ ২০১৮ সালে, ‘জলশিহরন’ ২০১৯ সালে ও তৃতীয় গল্পগ্রন্থ সুলতানা বিবিয়ানা ২০২০ সালে প্রকাশিত হয়। তাঁর সবগুলো গ্রন্থ পাওয়া যাবে একই প্রকাশনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *