অজানা ঘোরে কাটবে আপনার সময় আহমেদ আব্বাস- এর রোমান্টিক প্রেমের বইগুলো পড়ে
১। জাতীয় গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে দেশের অন্যতম সেরা প্রকাশনী অনিন্দ্যপ্রকাশ বের করেছে কথাসাহিত্যিক আহমেদ আববাসের নির্বাচিত প্রেমের গল্প সম্বলিত নতুন বই ‘বিদেশি বিনোদিনী’ প্রচ্ছদ ধ্রুব এষ। কমিশনবাদে দাম মাত্র ১১৩/-টাকা। চাকরির সুবাদে দাপ্তরিক কাজে লেখকের বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ হয়। সেসব দেশের কিছু বিবরণ এবং নিজদেশের আংশিক আখ্যান নিয়েই বিদেশি বিনোদিনী। অসাধারণ ও নিবিড় প্রেমের মন কাড়াকাড়ি গল্প আর দেশ-বিদেশের নানা তথ্য-উপাত্তে ভরপুর নিটোল কাহিনির নামই বিদেশি বিনোদিনী। উল্লেখ্য যে, গ্রন্থের সবগুলো লেখাই দেশের শীর্ষ জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনি পড়তে গেলে দেখবেন, আপনার নিজের কথাই লেখা হয়েছে। টিএসসি’র বিপরীত পাশের গেইট দিয়ে প্রবেশ করেই সামনে ৩১ নং অনিন্দ্যপ্রকাশের প্যাভিলিয়ন।
২। সমাজের নানা অনাচার, অসঙ্গতি, অবক্ষয় এবং রাজনৈতিক আনুকূল্য ও বাড়াবাড়ি আর পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আহমেদ আববাসের মাটি ও মানুষের গল্পের এক নিপাট সংমিশ্রণ ‘আত্রাই নদীর বাঁকে বাঁকে’। বইটির ভূমিকা লিখেছেন বাংলাভাষার শুদ্ধাচার লেখক যতীন সরকার। প্রচ্ছদ যথারীতি ধ্রুব এষ। এ বইটিও পাবেন একই প্যাভিলিয়নে। কমিশনবাদে দাম মাত্র-১৫০/-টাকা। ঢাকার বাইরে বইদুটো পাওয়া যাচ্ছে খুলনা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে নালন্দা’র স্টলে, পাবনা বইমেলায় ২৬ ও ২৭ নং বাচনশৈলী স্টলে এবং চট্টগ্রাম বইমেলায় অনিন্দ্যপ্রকাশের নিজস্ব স্টলে। আর সারাদেশের যে-কোনোপ্রান্ত থেকে রকমারি.ডটকম-এ অর্ডার দিলেই বইদুটো পাওয়া যাবে।