ছোটদের বন্ধু বঙ্গবন্ধু গ্রন্থ নিয়ে বইমেলা ২০২০-এ আসছে সৈয়দ নূরুল আলম
সৈয়দ নূরুল আলম, গোপালগঞ্জ, কাশিয়ানি, চাপ্তা গ্রামে তাঁর বেড়ে ওঠা। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব শাখায় লিখলেও নিজেকে তিনি গল্পকার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। গল্প দিয়েই তিনি আশির দশকের শুরুতে লেখালেখির জগতে আসেন। বর্তমানে বড়দের জন্য লিখলেও প্রথমে তিনি ছোটদের জন্যই লিখতেন। মাসিক নবারুণ ও খেলাঘর পত্রিকায় তিনি একসময় প্রচুর লিখেছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা চোদ্দ। ইতোপূর্বে ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ একাত্তরের শিশু, তিন গোয়েন্দা ও উপন্যাস এক কিশোর মুক্তিযোদ্ধা বেশ পাঠকপ্রিয়তা পায়।
জাতীয় পর্যায়ে তিনি কবি জসিমউদ্্দীন পুরস্কার, বিকাশ সাহিত্য পুরস্কার, রাজশাহী সাহিত্য পরিষদ প্রদত্ত সম্মাননা পেয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা।
বই
নিজ জেলা গোপালগঞ্জ হওয়াতে যে কাঁদামাটিতে সৈয়দ নূরুল আলম বড় হয়েছেন, প্রায় ষাট বছর আগে সেই একই কাঁদামাটিতে বঙ্গবন্ধুও বেড়ে উঠেছিলেন। বনে বাদড়ে ঘুরে বেড়ানো, পাখির বাসা খোঁজা, ফুটবল খেলা, নদীতে ঝাপ দেয়া, খেলার সাথিদের বিপদে এগিয়ে যাওয়া, বঙ্গবন্ধুর এ সব ছোট ছোট ঘটনা আলম ছোটদের চোখ দিয়ে, কিশোর মননিয়ে ভেবেছেন এবং ছোটদের উপযোগি করে ছোটদেরবন্ধু বঙ্গবন্ধু গ্রন্থটি লিখেছেন।
বঙ্গবন্ধুর কথা বলতে যেয়ে- দেশের কথা, রাজনীতির কথা, স্বাধীনতার কথা চলে আসে নদীর ¯্রােতের মত, কখনো বৃষ্টির মত, কখনোবা মেঘমালার মত। এসব কিছু মিলেই বঙ্গন্ধুকে জানার-বুঝার জন্য এ গ্রন্থটি এক উজ্জ্বল মাছ, ভাটিয়ালি গান, দীপ্ত রবীন্দ্রনাথ।