কাব্যশীলন বইঘর

বইমেলা ২০২০-এ বেকার জীবনে প্রেম নিয়ে আসছে জলি আহমাদ

ছাত্রজীবন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। ভালো লাগা, ভালোবাসা। প্রাপ্ত বয়স। বেকার জীবন। বেকার প্রেমিককে প্রেমীকার পরিবার মেনে না-নেওয়া। একা প্রেমীকার পরিবার নয়, যেকোনো পরিবারই একজন বেকার যুবকের হাতে তার আদরের মেয়েকে তুলে দিবে না। দেয় না। অথচ একটা সময় পর কোনো যুবক-ই বেকার থাকে না। কেউ তার কর্মস্থান খুঁজে পায়। আবার কেউ নিজেই নিজের কর্মস্থান তৈরি করে।

আমার মতে বেকাররাও বেকার না। প্রতিদিন সকালে একাধিক পত্রিকায় চাকরির বিজ্ঞাপন খোঁজা। CV নিয়ে ঘুরে বেড়ানো আর প্রেমীকাকে সময় দেওয়াই বেকারের ব্যস্ততা।

এই বেকার জীবনে যারা খুব গভীর প্রেমে জড়িয়ে যায়। তারা স্বপ্ন দেখে পালিয়ে যাবার। এবং-কি যায়ও।
আচ্ছা! তারা কি পালানোর পর না-খেয়ে থাকে? ঘরহীন রাস্তায় রাস্তায় থাকে?
না। রাস্তায় রাস্তায় বা না-খেয়ে থাকে না। তারাও একটি সংসার সাজায়। খেয়ে বাঁচে। একটা সময় পর তো সেই যুবকটি যোগ্য যুবকের চেয়েও যোগ্য স্থানে পৌঁছায়।
এমনই একটি জীবন্ত গল্পে মলাটবদ্ধ হচ্ছে “বেকার জীবনে প্রেম”।

বইটি পাওয়া যাবে ২০২০ অমর একুশে বইমেলা পাণ্ডুলিপি প্রকাশ -এর ৪২৬ নং স্টলে।

বই পড়ুন। বই একাকিত্বের বন্ধু।
__ জলি আহমাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *