বইমেলায় ২০২০-এ সায়েন্স ফিকশন ‘এক্স ওয়ার্ল্ড’ নিয়ে আসছে বদরুল আলম
‘এক্স ওয়ার্ল্ড’ আমার লেখা সায়েন্স ফিকশন বই। আসছে 2020 সালের অমর একুশে গ্রন্থমেলায়। তার আগেই বইটির প্রি অর্ডার হবে রকমারি.কম থেকে।
বইটি প্রকাশ করছে, আহাম্মদ পাবলিশিং হাউস। প্রচ্ছদ শিল্পী, কাজী যুবায়ের মাহামুদ।
এক্স ওয়ার্ল্ডের কিছু চৌম্বক অংশ
সুজানা চরম বিরক্তি নিয়ে বোতল সদৃশ কাঁচের দেয়াল বেষ্টিত ফ্লাস্কে বসে আছে। তার চারিদিকে স্বচ্ছ কাঁচের দেয়াল থাকলেও এ মুহূর্তে মনে হচ্ছে অন্ধকার,গভীর অন্ধকার। হতাশার সর্বশেষ রূপ। এ অবস্থায় সে নিজের অস্তিত্ব নিয়ে অনেকটা সন্ধিহান। সুজানা ভাবে এ কি বাস্তব, নাকি স্বপ্ন। এমনও হতে পারে সে স্বপ্ন দেখছে। স্বপ্ন অনেকটা এমন, কেউ তাকে জোড় করে প্রকান্ড এক বোতলে ঢুকিয়ে ছিপি আটকে দিয়েছে। সহজে খুলবেনা সে মুখ। যে পথ দিয়ে তাকে প্রবেশ করানো হয়েছে সে পথও আটকানো। ফলে একসময় অক্সিজেন ফুরিয়ে আসবে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে ঞ্জান হারিয়ে ফেলবে সে। তারপরও বোতলের মুখ খুলবেনা।
সুজানা এরপর আর ভাবতে পারে না। তার মস্তিষ্ক কাজ করছেনা। কেমন যেন নিস্তেজ ভাব চলে এসেছে।
বইটি কেমন হচ্ছে জানান,আপনার মূল্যবান মতামত দিন।