কবিতা

ঈদসংখ্যার কবিতা।। সৈয়দ আনোয়ার রেজা

দংশনে সাপ

সুখময় সোনার দেশটা নাইতোরে আর
সবি যে জ্বলে-পুড়ে হলো ছারখার
আহারে কিছুই করার জীবন গড়ার
থাকলো না যে কোনোকিছু
কিভাবে চুপকে থাকি
কিভাবে চুপকে থাকি
একটু কথা বলেই রাখি যদিও বা নেয় রে পিছু।

শুনি ভাই সকাল-বিকেল-রাত-দূপুরে
চিৎকারে দিচ্ছে কতো ডাক কুকুরে
কি করি ভাবছি শুধু মরু ধু ধু
কিছুই মাথায় আসছে না যে
স্মৃতি সব হারিয়ে গেছে
স্মৃতি সব হারিয়ে গেছে
তাইতো এখন পড়ছি প্যাঁচে
মনে কিছুই আসছে না যে।

মনে হয় চলছে দেশে ম্যাজিক খেলা
জীবনের দাম নিয়ে আজ বসছে মেলা
রক্তের বন্যাটা যে খাতার ভাঁজে
ইতিহাসের চাপায় থাকে
কত যে বকছি প্রলাপ
কত যে বকছি প্রলাপ
তবুও ফের দংশনে সাপ
এই আমাদের জীবনটাকে।

স্বাধীনতা খুঁজি

জীবন থাকে হাতের মুঠোয় কেমনে কোথায় যাই
স্বাধীন দেশের নামটা আছে কথার স্বাধীনতা নাই
একাত্তরে শূল চড়েছি রক্ত দিয়ে কি, ভুল করেছি?
দেশটা এখন সিন্ডিকেটের হাতে, জনগণের নাই।

যুদ্ধ যারা করছে রে ভাই তারাই থাকে পাছে
জনগণের কিছুইতো নেই নামটা শুধুই আছে
রঙ-ব্যানারে পথ ভরে যায়
জনগণের নাম বেঁচে খায়
জনগণের পয়সা খেয়েও নিজের বলে নাচে
দিনরাতে মিথ্যা কথার ভাষণ দিয়েই বাঁচে।

কেউ যদি কয় উচিৎ কথা তবেই ধরে জ্বালা
সত্য প্রচার করতে গেলেই দেয় মুখে তালা
সত্য কথায় কাঁপন ধরে
মিথ্যাকে তাই আপন করে
উন্নতির কথা বলে নেয় রে গলায় মালা
বললে কিছু হুমকিতে কয় ‘বেড়ে গেছিস শালা’

হুমকি শুনে চমকে উঠি বন্ধুরা কয় সেকি
হুমকি শুনেই ছেড়ে দিলি কাব্য লেখালেখি
চুপকে থাকি কই না কথা
খুঁজে ফিরি স্বাধীনতা
পাই না যখন হুমকি ভুলে আবার আমি লেখি
স্বাধীন নামের দেশটাকে ভাই দুচোখ মেলে দেখি।

রক্তে যদি আগুন জ্বলে

কাঁদছে মানুষ সাগর জলে
জীবন তাদের বদ্ধ যেন
কোথায় তোরা জাগরে আজি
একটু দেখি এমন কেনো
কার কারণে কে থাকেরে
অনাহারে সাগর মাঝে
এ অত্যাচার দেখে আজি
দ্রোহের আগুনবীণা বাজে
কার কারণে কার ভয়েতে
কারা আজি ঐ সাগরে
জীবনটাকে সপে দিছে
আজরাইলের খেলার তরে।

কে তুই রাজা? কিসের বলে
আকাশ দিয়ে উড়িস যেন
জবাব দে আজ তোর ভয়েতে
রোহিঙ্গারা কাঁদছে কেন?
কি করেছে রোহিঙ্গারা
সঠিক জবাব দেরে আজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *