নওশাদ জামিলের দশপদী কবিতা
প্রেমলীলা
তীরে এসে ডুবে যাবে তরী
ভাগ্য নয়, প্রকৃতির খেলা
ঢেউগুলো সব এলোমেলো
কতদূর বালিয়াড়ি বেলা?
পাহাড়ের বারোমাসি স্রোতে
ভালোবেসে চলেছি উজানে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষে
কখন যে ডুববো, কে জানে?
ভাগ্য নয়, বিধাতার খেলা
সত্যি কি ফুরায় প্রেমলীলা?
স্বপ্নঘুড়ি
দখলে মেলে না ভালোবাসা
যদি পেতে চাও পুরোপুরি
ছেড়ে দাও। উড়াও নিঃশ্বাস
দিনশেষে ফেরে স্বপ্নঘুড়ি।
ভুল বোঝে চলে যায় কেউ
শূন্যতায় খেলা করে ছায়া
যতটুকু যেতে চায় চোখ
ততটুকু কাছে আসে মায়া।
মায়ার মঞ্জরি ফোটে মনে
হৃদটান বাজে ক্ষণে ক্ষণে!
প্রিয় নাশপাতি
বিছানায় একা শয্যাশায়ী
পিপাসায় তুমি পানিফল
প্রিয় নাশপাতি, আজ সুর
হয়ে ওঠো—জানাও অস্তিত্ব।
আমাদের শেষ কথাগুলি
হৃদযন্ত্রে বাজাও আবার
শাস্ত্রীয় প্রেমের পথ ধরে
বেজে ওঠো অধীর আলাপ।
প্রিয় নাশপাতি, তুমি আজ
হৃদযন্ত্রে প্রাণের প্রণতি।
“যতটুকু যেকে চায় চোখ / ততটুকু কাঠছ আসা মায়া” . . .চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে নওশাদ জামিল।