কবিতা।। পরিবাগ সড়ক।। খান মুহাম্মদ রুমেল
এই রাস্তায় হেঁটেছি কতো গ্রীষ্ম বর্ষা শীত
জল মাড়িয়ে পেরিয়েছি কতো নিশুতি রাত!
চাঁদের সাথে বলেছি কথা একা একা
ভিজেছি পূর্ণিমা আলোয়- ছিলো না সঙ্গী কোনো!
কুয়াশা মোড়া ভোরে হাঁটার কালে-
মচমচে শব্দ তুলে অভয় দিয়েছে ঝরাপাতা!
বলেছে কানে কানে- ভয় নেই বালক
আছি তো!
অল্প একটু পথ- ছায়ায় মায়ায় ঘেরা
দেবদারুর বাতাস দূর করেছে ক্লান্তি।
পথের কুকুরগুলোও জানিয়েছে সাদর সম্ভাষণ!
আজকে এই অলস দুপুরবেলা নিঃসঙ্গ লেগেছে খুব!
আজ দুপুরের আমন্ত্রণে সাড়া দেয়নি কেউ!
শিফটে বাঁধা জীবন ছিঁড়ে আসেনি কেউ!
কেউ বলেনি থাকো বালক একটু অপেক্ষায়-
শেকল ছিঁড়ে আসবো আমি, তোমার মনের ব্যথায়!
অলস দুপুরটা শেষ পর্যন্ত বিষণ্ণ হয়ে গেলো!
রোদক্লান্ত আমি ঘুরছি তো ঘুরছি
মনখারাপ আমি হাঁটছি তো হাঁটছি!
পরিবাগ, আমার প্রিয় পরিবাগ সড়ক!