খান মুহাম্মদ রুমেল-এর কবিতা
প্রতিবাদের ভীরুতা
কোনো তরতাজা কবিতার জন্ম দেখেছো-
কখনো শ্যামলিমা?
কবিতার শরীর থেকে ঝরছে
তাজা রক্ত!
যখন
আমি ভালোবাসায় মত্ত
তোমার হাতে হাত রেখে-
তখন
জেলের তালায় বন্দি হয়ে যাচ্ছে
আমার বর্তমান, ভবিষ্যত অন্ধকার!
আর কি বিকল্প থাকে-
প্ল্যাকার্ড হাতে রাজপথে ছাড়া?
দেয়ালে ঠেকে যাওয়া কুঁজো পিঠ
শিরদাঁড়া টানটান করে দাঁড়াবো এবার
আমাকে কিছু সাহস দাও-
ভিরু কাপুরুষের জীবন নিয়ে
বড্ড ক্লান্ত আমি, ত্রস্ত বড়।
ঝেড়ে ফেলে সকল কলুষ
এবার আমি বলতে চাই গলা ছেড়ে-
হোক প্রতিবাদ।
চুরি নামা
সবই চুরি যোগ্য
সবই চুরি হয়।
প্রিয়ার গালের তিল
সোনারং রোদ
রঙিণ স্বপ্ন
রূপালি জোছনা
ছেঁড়া চটি জোড়া
এক টুকরো আকাশ
খোলা বাতাস
মুক্ত শ্বাস
রবীন্দ্রনাথের নোবেল
হুমায়ূনের সুনাম
মৌলিক অধিকার
ন্যায্য দাবিও চুরি হয়ে যায়!
চোরাই বাজারে নির্বিচার চাহিদা সবার!
শুধু পড়ে থাকে গদবাঁধা বুলি
আর
বস্তাপচা নিয়ম কিছু!
চোরাই বাজারে মূল্যহীন…