রুদ্র সুশান্ত’র কবিতা
বিনম্র অপঘাত
১
শৈবাল জন্মেছে পৃথিবীর মানচিত্রের উপর
কারা আলোতে আছে, কারা বা আছে অন্ধকারে!
কেউ রাখে না কারো খবর।
জানালার ওপাশে জোসনা, আলো পৌঁছায় না ঘরে,
মা মারা গেছে জানেনা সন্তান, কান্না করে পরে।
২
কতো শতো আবিষ্কার সমুদ্র বিস্মিত হয় অতলে-
মানুষ মানবিক না হলে সমগ্র অর্জন ডুবে যাবে জলে।
হঠাৎ যেনো শুনি একদিন সত্যিই একজন মানুষ জন্মাবে ঘরে,
মানুষ মানবিক হবে একদিন, হাজারো মানুষের ভিড়ে।