সৈয়দ ইফতেখার।। কাব্যশীলন ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা
তুমি
তোমার ভাবনায় রেখো আমাকে
কবুতরের ডানায় ডানায় আমি আছি
খুঁজে নিও যদি জানালা দিয়ে ফাল্গুনের রোদ আসে
আমি ভাবতে ভাবতে হয়রান, কারণ দৃষ্টি কোথায় প্রিয়
মনের গহীনে প্রশ্ন ছুড়ে দিলে ইবাদতের পরেই ভেবে নিও
বৃষ্টির শব্দের মতো করে বুঝবে
চোখের ছলছল জলগুলোও…
এমন প্রেম চাই।
দু’ঠোঁটে
চুমু একই সঙ্গে যা দুই ঠোঁটে খাওয়া যায়
সঙ্গে তোমার নীল চোখের রশ্মিতে জ্বলতে চাই
তুমি আয়োজন করে সেজে এলে চলো পালাই…